• মোহে বিহি বিপরীত ভেল
    মোহে বিহি বিপরীত ভেল। অভিমানে মোহে উপেখি পহুঁ গেল।। কি করিব কহ না উপায়। কেমনে পাইব সেই মোর গোরা রায়।। কি করিতে কি না জানি হৈল। পরাণ-পুতলি গোরা মোরে ছাড়ি গেল।। কে জানে যে এমন হইবে। আঁচলে বান্ধিতে ধন সায়রে পড়িবে।। চৈতন্যদাসের সেই হৈল। পাইয়া গৌরাঙ্গচান্দ না ভজি তেজিল।। keyboard_arrow_right
  • যখন গোধন লৈয়া আঙ্গিনার নিকট দিয়া
    যখন গোধন লৈয়া আঙ্গিনার নিকট দিয়া যাও তুমি বেণু বাজাইয়া। বেণু ধ্বনি কৈলা তুমি অট্টালিকা পরে আমি সভে এলাম বাহির হৈয়া।। দেখিব বলে এলাম আমি ফিরিয়া না চাইলা তুমি নেচে গেলে হলধরের বামে। অদর্শন হইলা তুমি কান্দিতে কান্দিতে আমি প্রবেশিলাম ললিতার ধামে।। ললিতা চতুরা ছিল দান ছলে মিলাওল তেঞি এলাম তোমা দরশনে। বলরাম দাসে কয় […] keyboard_arrow_right
  • যছু কর উপরে চিরদিন গিরিবর
    যছু কর উপরে,চিরদিন গিরিবর,থির রহু ছাতিক ভাঁতি হরি হরি তছু তনু,তহারি পরশ বিনু,কুসুম পরশে টুটি যাতি যছু পদনখমণি,পরশে কাল ফণী,গরল হরল যছু গন্ধ। সো অব মলয়,সমীর ডরে জ্বলই,নীল নিচোলে তনু বন্ধ। যছু মুখচান্দ,হাস অমিয়া রসে,লে সে গরাসল আগি। গোবিন্দদাস কহ অবহু সোই পহুঁ হিমকর ভয়ে রঙ্গ ভাগি।। keyboard_arrow_right
  • যদবধি যদুপুর তুহুঁ যাই ভোর
    যদবধি যদুপুর তুহুঁ যাই ভোর। যুবতি যামিনি কত জাগই জোর।। যদুপতি যদি ইথে জানহ আন। যাই যতন করি জান পরমাণ।। যব কোই জল সঞে জলজ বিছায়। যতনহি যদি তহিঁ যবহিঁ শুতায়।। জরি জরি জারত মরমহি তায়। যাউ রাধামোহন মরিয়াসে গায়। keyboard_arrow_right
  • যদি কৃষ্ণ অকরুণ হইলা আমারে
    যদি কৃষ্ণ অকরুণ হইলা আমারে। তাহাতে বা কেবা দোষ দিবেক তোমারে।। না কান্দিহ আরে সখি কহিয়ে নিশ্চয়ে। কৃষ্ণ বিনে প্রাণ মুঞি না রাখিব দেহে।। উত্তর কালের এক করিহ যে হয়। এই বৃন্দাবনে যেন মোর তনু রয়।। তমালের কান্ধে মোর ভুজলতা দিয়া। নিশ্চল করিয়া তুমি রাখিহ বান্ধিয়া।। কৃষ্ণ কভু দেখিলেই পুরিবেক আশ। শুনিয়া কাতর যদুনন্দন দাস।। keyboard_arrow_right
  • যব রহ অচেতন বিরহ বিভোর
    যব রহ অচেতন বিরহ বিভোর। সো দুখ কো জন কহি করু ওর।। তুয়া নাম শুনি যব চেতন পাই। যো কছু বিলপয়ে নিজ দুখে রাই।। যদুপতি সো অব কর অবধান। যাহা শুনি বিদরয়ে দারু পাষাণ।। সো গুণনিধি মোহে যত করু প্রেম। নিরূপম যৈছন লাখবাণ হেম।। সোহে যদি বিছুরল বিদগধ রাজ। ক্ষণ রহুঁ জীবন ইহ বড় লাজ।। […] keyboard_arrow_right
  • যারে মুই না দেখোঁ নয়ানে
    যারে মুই না দেখোঁ নয়ানে। কলঙ্ক তোলায় তার সনে।। নগরে আছয়ে কত নারী। কে না চাহে শ্যাম পানে ফিরি।। কে না পিরিতি নাহি করে। গুরুজন নাহি কার ঘরে।। মোর হৈল সব বিপরীত। জগতে করিলে বেয়াপিত।। যাহা নাহি দেখয়ে নয়নে। তাহা যেন দেখিল এখনে।। বলরাম কহে পাপ-লোকে। মিছা কথা করে পরতেকে।। keyboard_arrow_right
  • যাঁহা বিলপয়ে বর কান
    যাঁহা বিলপয়ে বর কান। তাঁহা সখি করল পয়ান।। মীলল নাগর পাশ। দীঘল তেজই নিশাস।। নাগর হেরি বিভোর। নয়নহি আনন্দ লোর।। কানু কহই মৃদুভাষ। পূরবি মঝু অভিলাষ।। কৈছে আছয়ে ধনি রাই। শুনইতে মঝু নিঠুরাই।। হাম করলুঁ পরিহাস। তাকর বিরহ-হুতাশ।। অতয়ে গমন করু তাই। তুরিতহি আনবি রাই।। এত শুনি সো সখি গেল। রাইক সমুখহি ভেল।। কানুক ইহ […] keyboard_arrow_right
  • যে জন গৌরাঙ্গ ভজিতে চায়
    যে জন গৌরাঙ্গ ভজিতে চায়। সে শরণ লউক নিতাইচাঁদের অরুণ দুখানি পায়। নিতাই চাঁদেরে যে জন ভজে। সংসারতাপের শিরে পদ ধরি অমিয়া সাগরে মজে।। নিতাই যাহার হিয়ে। ব্রহ্মার দুর্ল্লভ প্রেম সুধানিধি মানস ভরিয়া পিয়ে।। যে নিতাই বলিয়া কাঁদে। জ্ঞানদাস কহে গৌরপদ সেই হিয়ার মাঝারে বাঁধে।। keyboard_arrow_right
  • যে দিগে পসারি আঁখি দেখি শ্যাম রায়
    যে দিগে পসারি আঁখি দেখি শ্যাম রায়। কুলবতী বরত ধৈরজ দূরে যায়। কত না যতনে যদি মুদি দুটি আঁখি। নবীন ত্রিভঙ্গরূপ হিয়ামাঝে দেখি।। কি হইল অন্তরে সই কি হইল অন্তরে। আজি হইতে সখি মোর সাধ নাহি ঘরে।। নিরবধি শ্যামানাম জপিছে রসনা। এত দিনে অযতনে পূরিল বাসনা।। প্রাণের অধিক কানু জানিলুঁ নিশ্চয়। গোবিন্দদাসিয়া কয় দঢ়াইলে হয়। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ