“শুন, শুন হে রসিক রায়। তোমারে ছাড়িয়া যে সুখে আছিনু নিবেদি যে তুয়া পায়।। না জানি কি ক্ষেণে কুমতি হইল গৌরবে ভরিয়া গেনু। তোমা হেন বঁধু হেলায় হারায়ে ঝুরিয়া ঝুরিয়া মনু।। জনম অবধি মায়ের সোহাগে সোহাগিনী বড় আমি। প্রিয় সখীগণ দেখে প্রাণ সম পরাণ বঁধুয়া তুমি।। সখীগণ কহে শ্যাম-সোহাগিনী গরবে ভরয়ে দে। হামারি গৌরব তুহু […]
keyboard_arrow_right