• কি পেখলুঁরে সখি গৌরকিশোর
    কি পেখলুঁরে সখি গৌরকিশোর। নটবর নাগর বয়স কিশোর।। বেশ ভূষণ হেরি লাগএ চঙ্ক। কেবল কুলবতী মুরতি কলঙ্ক।। কঞ্জ অরুণিম নয়ন সন্ধান। জনু মেনে হাসি মদন মুরছান।। কি কহবরে সখি তোহারি সমাজ। গুরুজন গৌরব না রহে লাজ।। কহ কবিশেখর বচন নিরাস। দূরে কর তাকর পরশ কি আশ।। keyboard_arrow_right
  • কি ভাবে গৌরাঙ্গ মোর ভাবিত থাকে
    কি ভাবে গৌরাঙ্গ মোর ভাবিত থাকে। ক্ষণে ক্ষণে ভাবাবেশে রাধা বলি ডাকে।। যমুনারে পড়ে মনে ভাগীরথী হেরি।। ফুলবনে বৃন্দাবন ভাবে মনে করি।। সহচর সঙ্গে পহুঁ করে কত রঙ্গ। মুরলী মুরলী কহে হইয়া ত্রিভঙ্গ।। রাধাভাবে গদাধরে কি জানি কি কহে। অনিমিষে পণ্ডিতের মুখ পানে চাহে।। ভাব বুঝি গদাধর রহে বাম পাশে। না বুঝয়ে ইহ রস নরহরি […] keyboard_arrow_right
  • কি মোহন নন্দকিশোর
    কি মোহন নন্দকিশোর। হেরইতে রূপ মদনমন ভোর।। অঙ্গহি অঙ্গ তরঙ্গ বিথার। জলদপটল বরিখত রসধার।। মুখে হাসি মিশা বাঁশি বায়। অমিয়া বমিয়া বিধু জগত মাতায়।। গলে গজমোতিমমাল। করিবরকর কিঁয়ে বাহু বিশাল।। কুলবতিপরশ না পাই।। অনুখন চঞ্চল থির নহ তাই।। শুনিতে বচন সুধাখানি। জ্ঞানদাস আশ করত সেই বাণী।। keyboard_arrow_right
  • কি লাগি আমার গৌরাঙ্গ সুন্দর
    কি লাগি আমার গৌরাঙ্গ সুন্দর বসিয়া গৃহের মাঝে। বসন আসন রতন ভূষণ ত্যজয়ে অঙ্গের সাজে।। আপন বপুর ছায়া নেহারিয়া চমকি উঠয়ে মনে। কি লাগি অবহুঁ না মিলল পহুঁ এত না বিলম্ব কেনে।। কহে নরহরি মোর গৌরহরি ভাবিয়া রাইএর দশা। সজল নয়নে চাহে পথ পানে কহে গদগদ ভাষা।। keyboard_arrow_right
  • কি লাগি ধূলায় ধূসর সোনার
    কি লাগি ধূলায় ধূসর সোনার বরণ শ্রীগৌরদেহ। অঙ্গের ভূষণ সকল তেজল না জানি কাহার নেহ।। হরি হরি মলিন গৌরাঙ্গ চাঁদে। উহু উহু করি ফুকরি ফুকরি ঊরে পাণি ধরি কাঁদে।। ঘামে তিতি গেল সব কলেবর ছাড়য়ে দীঘল শ্বাস। রাইএর পিরীতি যেন হেন রীতি কহে নরহরি দাস।। keyboard_arrow_right
  • কি হেরিলাম গোরারূপ না যায় পাসরা
    কি হেরিলাম গোরারূপ না যায় পাসরা। নয়নে অঞ্জন হৈয়া লাগি রৈল গোরা।। জলের ভিতর ডুবি সেথা দেখি গোরা। ত্রিভুবনময় গোরাচাঁদ হৈল পারা।। তেই বলি গোরারূপ অমিঞা পাথার। ডুবিল তরুণীর মন না জানে সাঁতার।। নরহরি দাস কয় নব অনুরাগে। সোনার বরণ গোরাচাঁদ হিয়ার মাঝে জাগে।। keyboard_arrow_right
  • কিনা সে সুখের সরোবরে
    কিনা সে সুখের সরোবরে। প্রেমের তরঙ্গ উথলিয়া পড়ে ধরে।। নাচত পহু বিশ্বম্ভরে। প্রেমভরে পদ ধরে ধরণী না ধরে।। বয়ান কনয়াচান্দ ছান্দে। কত সুধা বরিখয়ে থির নাহি বান্ধে।। রাজহংস প্রিয় সহচরে। কেহ ভেল মধুকর কেহ বা চকোরে।। নব নব নটন লহরী। প্রেম লছমি নাচে নদিয়ানগরী।। নব নব ভকতিরতনে। অযতনে পাইল সব দীন হীন জনে।। নয়নানন্দ কহে […] keyboard_arrow_right
  • কিয়ে সখি চম্পক-দাম বনায়সি
    কিয়ে সখি চম্পক-দাম বনায়সি করইতে রভস-বিহার। সো বর নাগর যাওব মধুপুর ব্রজ-পুর করি প্রিয়তম দাম শ্রীদাম আর হলধর এ সব সহচর সাথ। শুনইতে মুরছি পড়ল সোই কামিনি কুলিশ পড়ল জনু মাথ।। খেনে খেনে উঠত খেনে খেনে বৈঠত অবশ কলেবর কাঁপি। ভণ যদুনন্দন শুনইতে ঐছন লোরে নয়নযুগ ঝাঁপি।। keyboard_arrow_right
  • কিসের লাগিয়া রাই হইলা মানিনী
    কিসের লাগিয়া রাই হইলা মানিনী। ভাগ্যে মিলয়ে হেন মধুর যামিনী।। ভাগ্যে মিলয়ে হেন রসময় কান্ত। তোহে বিমুখ বিহি বুঝল নিতান্ত।। অকারণ মানে খোয়লি নিজ দেহ। ঐছে কুমতি দরশায়ল কেহ।। ঐছন সহচরি শুনইতে বাত। সুবদনি হাসি ধুনায়ত মাথ।। কো মানিনি কাহে সাধসি এহ। কিয়ে পরলাপসি না বুঝয়ে কেহ।। নাগর কহ সখি কহসি বাণী। কাহে তুহুঁ ইহ […] keyboard_arrow_right
  • কীর্ত্তন-রসময় আগম-অগোচর
    কীর্ত্তন-রসময় আগম-অগোচর কেবল আনন্দ-কন্দ। অখিল-লোক-গতি ভকত প্রাণ পতি জয় নিত্যানন্দ চন্দ।। হেরি পতিতগণ করুণ বিলোকন জগ ভরি তারল অপার। ভব-ভয়-ভঞ্জন দুরিত-নিবারণ ধন্য ধন্য অবতার।। হরি সংকীর্ত্তন মাতল জগ-জন সুর নর নাগ পশুপাখী। সকল বেদ-সার প্রেম-সুধা-রস দেয়ল কাহু না উপেখি।। ত্রিভুবন-মঙ্গল নাম-প্রেম-বলে দূরে গেল কলি-আন্ধিয়ার। শমন-ভবন পথ সবে এক রোধল বঞ্চিত রাম দুরাচার।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ