কুন্দলতা সনে কথা কহে নন্দরাণী। রাইরে লইয়া বাছা চলহ আপনি।। যতন করিয়া বধূ সোঁপিবে তাহারে। কহিবে সকল কথা বিনয় বেভারে।। জটিলা তোমারে সদা করে পরতিত। বুঝিয়া করবি সব যে হয় উচিত।। রাধিকা এমতি যেন নিতি আইসে যায়। ললিতা বিশাখা লৈয়া করিবে উপায়।। বিদায় করিতে নারে কান্দয়ে করুণে। মুখানি ধরিয়া চুম্ব দেয় ঘনে ঘনে।। স্তনখীরধারে অঙ্গ […]
keyboard_arrow_right