“সেই মুনি সেই হরিণী-ছাওয়াল রাখল সে মুনিবরে। প্রতিদিন দিন ভক্ষণ সেবন করয়ে অবহি হেলে।। কত দিন রই সেই মৃগশিশু পাইয়া হরিণী-সঙ্গ। আন বনে গেলা রতি-রসসুখে করিতে রসের সঙ্গ।। না দেখি সেই মৃগী বড়ই বিয়োগী মুনির হইল শোক। ‘হরিণী, হরিণ’,– ক্ষণে অনুক্ষণ পাইয়া বিয়ো-রোগ।। যবে সেই মুনি– কাল উপস্থিত হরিণ-ধেয়ানে মরে। হরিণ হইল আনহি জনমে দুখ […]
keyboard_arrow_right