বসুদেব-কাণে কহে দেবগণে “শুনহ আমার বাণী। এ হেন ছাআলে রাখহ গোকুলে বিলম্ব না কর তুমি।। গোলক-বেহারী লঞা এই বেলি গোকুলে লইআ জাহ। বিলম্ব না কর ওহে, বসুদবে , কি আর চৌদিগে চাহ।। নন্দের ঘরেতে ছাআল রাখিআ আনিবে জসদা-কন্যা। পরম রূপসী জিনিআ উর্ব্বসী সেই সে জগত-ধন্যা।। আজি নিশা কালে জন্মিল গোকুলে জসদা প্রসবে কন্যা। সেই কন্যা […]
keyboard_arrow_right