আর এক বানি শ্রবণ করহ,” কহেন এ সুক মুনি। “নিষ্ঠার আকৃতি সুনহ প্রকৃতি সুনহ তাহার বানি।। এক ভৃঙ্গ কিটে ধরে আর পোকে তাহারে লইঞা ঘরে। বিন্ধিয়া মারএ সেই সে পোকারে, সুন রাজা নৃপবরে।। বিন্ধিতে বিন্ধিতে সেই পোক মরে চাহিয়্যা ভৃঙ্গের পানে। তেজিলে পরানে চাহি তার পানে টানয়ে আপন স্থানে। আপন স্বভাব সেই সে পোকের হয়েন […]
keyboard_arrow_right