“আর সুন, রাজা, পুরূব কথন বিপ্র অজামিল-কথা । নানা দুষ্টমতি করিল বেভার সে পায় গোবিন্দ ওথা।। পাপি দুষ্টাচার কতেক পাসণ্ডি নামেতে তরিয়া গেল। রিপুভাব তাএ মাতৃ ভাব তারে বৈকুণ্ঠ তরিয়া নিল।। আর সুন, রাজা, রিপুভাব আর করিছেন কংসাসুর। নিকটে পাইব ফল দুষ্খ-ভাসা অহঙ্কার হব চুর।।” সুনি মহারাজা কহে পরিক্ষিত– “সুনিল উত্তম গতি। আগে কি করিল […]
keyboard_arrow_right