কোমল-শশি-কর- রম্য-বনান্তর নির্ম্মিত-গীত-বিলাস। তুর্ণ-সমাগত বল্লব-যৌবত- বীক্ষণ-কৃত-পরিহাস।। (জয় জয়) ভানু-সুতা-তট- রঙ্গ-মহানট সুন্দর নন্দকুমার। শরদঙ্গীকৃত- দিব্য-রসাবৃত- মঙ্গল-রাসবিহার।।ধ্রু।। গোপী-চুম্বিত রাগকরম্বিত- মান-বিলোকন-লীন। গুণবর্গোন্নত- রাধা-সঙ্গত সৌহৃদ-সম্পদধীন।। তদ্বচনামৃত পান-মদাহৃত- বলয়ীকৃত-পরিবার। সুর-তরুণীগণ- মতি-বিক্ষোভণ- খেলন-বল্গিত-হার।। অম্বু-বিগাহন- নন্দিত-নিজ-জন- মণ্ডিত-যমুনাতীর। সুখ-সম্বিদ্ঘন পূর্ণ-সনাতন নির্ম্মল-নীল-শরীর।।
keyboard_arrow_right