ভাল ভাল রে নাচে গৌরাঙ্গ রঙ্গিয়া। প্রেমে মত্ত হুহুঙ্কারে কলি-কল্মশ হরে পিছে বুলে নিতাই ধরিয়া।।ধ্রু।। করতাল মৃদঙ্গ বায় সভে উচ্চস্বরে গায় মুরারি মুকুন্দ বাসু সঙ্গে। পদ শুনি গোরারায় ধরণী না পড়ে পায় প্রেমসিন্ধু উছলে তরঙ্গে।। পুছে পহুঁ গৌরহরি কহ কহ নরহরি বামে গদাধর পানে চায়। প্রিয় গদাধর ধন্য প্রাণ যার শ্রীচৈতন্য গদাইর গৌরাঙ্গ লোকে গায়।। […]
keyboard_arrow_right