হরি হরি ঐছে ভাগ্য হোয়ব হামার।
সহচর সঙ্গে রঙ্গে পহুঁ গৌরক
হেরব নদীয়াবিহার।।ধ্রু।।
সুরধুনীতীরে নটনরসে পুহুঁ মোর
করব কীর্ত্তন বিলাস।
সো কিয়ে হাম নয়ান ভরি হেরব
পূরব চির অভিলাষ।।
শ্রীবাসভবনে যব নিজগণ সঙ্গহি
বৈঠব আপন ঠামে।
ডাহিনে নিত্যানন্দ ছত্র ধরি মস্তকে
পণ্ডিত গদাধর বামে।।
তব কোই মোহে লেই তাহা যাওব
হেরব সো মুখচন্দ্র।
পুলকহি সকল অঙ্গ পরিপূরব
পাওব প্রেম-আনন্দ।।
জননী-সম্বোধনে যবে ঘরে আয়ব
করবহুঁ ভোজন পান।
রামানন্দ আনন্দে তবহুঁ নেহারব
সফল করব দুনয়ান।।