পুন পুন গোপি গোঠ-পথ হেরই তরুতলে ঝাঁপই দেহ। তৈখনে ক্ষণ- ভঙ্গুর মধুমঙ্গল রোখি চলত নিজ গেহ।। সহচরি মনে মনে করি অনুমান। কবরি উতারি বিবিধ ফুল-মণ্ডিত চূড়া করল বনান।। কটিতটে ছান্দি বান্ধি নিজ অম্বর করি মধুমঙ্গল সাজ। বনে বনে বাহুড়ি গোকুল-পথ ধরি মীলল গোঠসমাজ।। মধুমঙ্গল ফিরি আওল বলি বলি ঘেরল গোপ গোঁয়ার। ছল চাতুরি করি মীলল […]
keyboard_arrow_right