বধূর গমন বিলম্বে তখন জটিলা কুটিলমতি। যমুনার তটে কুঞ্জ নিকটে চলিল তুরিত গতি।। বনে বনে আসি রাধাকুণ্ডে পশি দেখিল শ্যামের কাছে। রাধা বিনোদিনী কুলকলঙ্কিনী বধূ ডাড়াইঞা আছে। অবুধ পাগলি নিজ বধূ বলি ধরে সুবলের করে। সুবলের বেশে রাধিকা তরাসে পলাইল নিজ ঘরে।। লোহিত লোচন কঠিন বচন সঘন তাজনী তাজে। দীনবন্ধু বলে ধরি সুবলেরে আনিল গোকুল […]
keyboard_arrow_right