রসকথা কহে ধনি পুলকিত তনু। হেন বেলায় গোঠেরে সাজিল রাম কানু।। শিঙ্গা বেণুরব ধনীর প্রবেশিল কানে। চকিত হরিণী যৈছে চাহে চারি পানে।। ছল করি বাহির হইঞা সখী সঙ্গে। অনিমিখে চান্দমুখ নেহারই রঙ্গে।। রসের আবেশে কুলভয় তেয়াগিয়া । দেখাইছে বিনোদিনী অঙ্গুলি বাঢ়াঞা।। প্রিয় সুবলের অঙ্গে অঙ্গ হেলাইঞা। অই যায় প্রাণনাথ নাচিঞা নাচিঞা।। হাসিতে হাসিতে চাহে নয়নের […]
keyboard_arrow_right