সখিগণ সঙ্গে রঙ্গে কুল-কামিনি করই হাস পরিহাসে। প্রিয় এক সহচরি তুরিতহি আয়ল শ্যামর-বচন-বিশেষে।। শুন শুন সুন্দরি রাই। সো বর-নাগর কুঞ্জ-ভবনে গেও তুরিতহি অব তুহুঁ যাই।।ধ্রু।। সঙ্কেত বচন শুনি তহি হরষিত সখিক কহই বারে বার। নিভৃত নিকুঞ্জে আজু হরি ভেটব তুরিতহি করহ শিঙ্গার।। শ্যামরু-প্রেম-মদে গরগর সুন্দরি উলসত হৃদয়ক মাঝ। নিমানন্দ দাস আশ আজু পূরব ভেটব নাগর […]
keyboard_arrow_right