কত দুঃখ সইব শরীরে রে, ও প্রাণ বন্ধু ! কত দুঃখ সইব শরীরে।। ভূষিব মাঝে অনল দিলে বন্ধু ধীরে ধীরে জ্বলে। যদি লাকড়ির আগুন হৈত, জ্বলি পুড়ি নিভি যাইত।। বন পুড়ে সয়ালে দেখে, ও বন্ধু মন পুড়ে কেউ না দেখে। বন্ধু মনের অনল জ্বলে নিরবধি রে। মনের আগুন নিভাইলে নিভে না রে।। তুই বন্ধু ভাড়িলে […]
keyboard_arrow_right