কে কে যাইবা যমূনার জলে কার সঙ্গে আমি যাইমু কানাইয়ার দরশন কোথায় গেলে পাইমু । বাপে দিল জনমখানি মায়ে দিল ক্ষীর সৈয়দ মর্তুজা কহে জনমের ফকির। keyboard_arrow_right
কে না কৈল এনা বেশ খানি
কে না কৈল এনা বেশ খানি।। বুঝিলাঙ মনে হেন এরূপ দেখিয়া মেন জীবে না গো গোকুলের কামিনী।।ধ্রু।। নব গুঞ্জা চূড়া বান্ধা তাহে ময়ূরের চান্দা আর তাহে বিনোদ টালনি। ভূর যুগ ধনু কাম বঙ্কিম নয়ন ঠাম আর তাহে বঙ্কিম চাহনি।। বদন পুণিম শশি তাহে মৃদু মৃদু হাসি অধর বান্ধুলি ফুল জিনি। মুরুলী মধুর স্বরে শুনি কে […] keyboard_arrow_right
কে না বাঁশী বাএ বড়ায়ি কালিনী নই কূলে
কে না বাঁশী বাএ বড়ায়ি কালিনী নই কূলে। কে না বাঁশী বাএ বড়ায়ি এ গোঠ গোকুলে।। আকুল শরীর মোর বেআকুল মন। বাঁশীর শবদেঁ মো আঊলাইলোঁ রান্ধন।। কে না বাঁশী বাএ বড়ায়ি সে না কেন জনা। দাসী হআঁ তার পাএ নিশিবোঁ আপনা।।ধ্রু।। কে না বাঁশী বাএ বড়ায়ি চিত্তের হরিষে। তার পাএ বড়ায়ি মোঁ কৈলোঁ কোণ দোষে।। […] keyboard_arrow_right
“কে বলে কালিয়া ভাল। সে গুণ-মহিমা ভাবিতে গুণিতে রাধার পরাণ গেল।। সুন হে উদ্ধব সে সব বৈভব তাহা না কহিব কত। বড় নিদারুণ হৃদয় কঠিন পরাণে সহয়ে কত।। আমরা সে পদে এ তনু নিছিঞা সরণ লইয়াছিলুঁ । তাহে নিদারুণ কেবা জানে হেন মাথায় কলঙ্ক নিলুঁ ।। সেই সে কলঙ্ক বাদ পরিবাদ ভূসন করিয়া নিল। গুরু […] keyboard_arrow_right
কে বোঝে সেই কৃষ্ণের অপার লীলে
কে বোঝে সেই কৃষ্ণের অপার লীলে। তিনি তিলার্ধ নাই ব্রজ ছাড়া , কে তবে মথুরায় রাজা হ’লে।। কৃষ্ণ রাধা ছাড়া তিলার্ধ না ভারত পুরাণে তাই কয়। তবে ধনি কেন দুর্জয় বিচ্ছেদ এ জগতে জানালে।। সবে বলে অটল হরি সে কেন হয় দণ্ডধারী কিসের অভাব তারি, ঐ ভাবনা ভেবে ঠিক না মেলে।। নিগম খবর জানা গেল […] keyboard_arrow_right