কেন পরিহর অনাথেরে বা মনে স্বামী কেন পরিহর অনাথেরে। আমি যখন কিছু নয়, তুমি মন মহাশয়, ভেল্কি দিয়ে জগত ভুলাও। আমি তোমার পালা পাখী, যথা রাখ তথা থাকি, তবে কেন অপরাধী আমি। এক হস্তে ফেলিয়ে দেও, অন্য হাতে কোলে নেও, যাদুবাজি বুঝিতে সংকট। তোমার হাতে মহামারী, টান পড়িলে রৈতে নারি, তবে কেন রহিলে অন্তর। ওহে […]
keyboard_arrow_right