গিরিয়া বসন, বিভূতি ভূষণ, শঙ্খের কুণ্ডল পরি। যোগিনীর বেশে, যাব সেই দেশে, যেখানে নিঠুর হরি।। মথুরা নগরে, প্রতি ঘরে ঘরে, ভ্রমিব যোগিনী হৈয়া। কারু ঘরে যদি, মিলে গুণনিধি, বাঁধিব বসন দিয়া।। পুন ভাবি মনে, বাঁধিব কেমনে, সে হেন দুলহ হাতে। বাঁধিয়া পরাণে ধরিব কেমনে তাহা যে ভাবিছি চিতে।। জ্ঞানদাসের, বিনয় বচন, শুন বিনোদিনী রাধা। মথুরা […]
keyboard_arrow_right