• জানি জানিরে গুণের নিধি
    জানি জানিরে গুণের নিধি। তুয়া বিনে আমি আর নাহি জানি।। ধু মাঠে থাকে ধেনুরাখে গলে দোলে মালা। তুমিত সুন্দরী রাধে ? কানু কেন কালা।। বাঁশী মূলে কহে কথা কেহ নাহি শুনে। কানু কালা রাধা গোরা সর্বলোকে জানে।। হাতে শঙ্খ কানে সোনা পরি মোহনসাড়ী। করআঁখি সানেডাকে রাধিকা সুন্দরী।। কে কে যাইবা যমুনার জলে কার সঙ্গে যাইব। […] keyboard_arrow_right
  • জানি মন প্রেমের প্রেমী কাজে পেলে
    জানি মন প্রেমের প্রেমী কাজে পেলে। পুরুষ- প্রকৃতি -স্বভাব থাকতে কি প্রেমরসিক বলে।। মদন জ্বালায় ছিন্ন-ভিন্ন, প্রেম প্রেম বলে জগত জানানো। অ-হকদারে রসিক মান্য ঘুসকি জারি প্রেম-টাকশালে।। সহজ সুরসিক জনা শোষায় শোষে বাণ ছাড়ে না। সে প্রেমের সন্ধি জানা যায় না ম’রে না ডুবিলে।। তিনরসে প্রেম সাধলে হরি, শ্যামাঙ্গ গৌরাঙ্গ তারি। লালন বলে, বিনয় করি, […] keyboard_arrow_right
  • জানি ঘোর কলিকাল অবনিতে অবতার
    জানি ঘোর কলিকাল অবনিতে অবতার জীব সব মলিন দেখিয়া। দয়া করি গৌরহরি শচীগর্ভে অবতরি সঙ্গে পারিষদগণ লৈয়া।। গোলোকের প্রেমধন করে গোরা বিতরণ অধম পতিত নাই মানে। চার বেদের পার হরিনাম মন্ত্র সার দিলা গোরা সভাকার স্থানে।। যতেক পতিত ছিল সকলে উদ্ধার হৈল জগাই মাধাই তার সখী। শুনি সব নরনারী ধায় উভবাহু করি চল যাই গোরা […] keyboard_arrow_right
  • জানিয়া কামিনি যামিনি শেষ
    জানিয়া কামিনি যামিনি শেষ। জাগব সখি সভে করব নিদেশ।। ললিতা বিশাখা ঘুমায়ব সখি সঙ্গে। সবহুঁ চরণ সম্বাহব রঙ্গে।। হরি হরি কবহুঁ শ্রীচরণ সম্বাই। কনকমঞ্জরি-মুখ হেরব জাগাই।। ঘুমল সখিগণে জাগব শয়নে। কর্পূর তাম্বুল দেয়ব বদনে।। বিরচিব সিন্দুর কাজর বেশ। বসন পিন্ধায়ব বান্ধব কেশ।। তনু অনুলেপব চন্দন-গন্ধ। পুনহি পরায়ব কাঁচলি-বন্ধ।। আরতি করব হেরব মুখ-চন্দ। টূটব চিরদিন বিরহক […] keyboard_arrow_right
  • জানিল গোঠেরে আজি যাবে নীলমণি
    জানিল গোঠেরে আজি যাবে নীলমণি। মনের সাধে করে বেশ যশোদা রোহিণী।। কপালে রচিঞা দিল চন্দনের রেখা। চূড়াটি বান্ধিঞা দিল ময়ূরের পাখা।। শ্যাম অঙ্গে বিরাজিত ধাতু প্রবাল। ঝলমল করে মণি-মুকুতার মাল।। কাছিঞা পরাএ পীত ধটি কটি মাঝে। দুগাছি নূপুর দিল চরণে-পঙ্কজে।। না চলিতে চুএ ঘাম শ্রীমুখ-কমলে। পুন পুন মোছে রাণী নেতের আঁচলে।। বলরাম দাস কহে রাম […] keyboard_arrow_right
  • জানুলম্বিত বাহু যুগল
    জানুলম্বিত বাহু যুগল কনকপুতলী দেহা। অরুণ অম্বর শোভিত কলেবর উপমা দেয়ব কাহাঁ।। হাসবিমল বয়ান কমল পীন হৃদয় সাজে। উন্নত গীম সিংহ জিনিয়া উদার বিগ্রহ রাজে।। চরণ নখর উজোর শশধর কনয়া মঞ্জরী শোহে। হেরি দিনমণি আপনা নিছয়ে রূপে জগমন মোহে।। কলিযুগের অবতার চৈতন্য নিতাই পাপ পাষণ্ড নাহি মানে। শ্রীকৃষ্ণ চৈতন্য ঠাকুর নিত্যানন্দ বৃন্দাবন দাস গুণ গানে।। keyboard_arrow_right
  • জান্যা শুন্যা কৃষ্ণ-পদ না করে ভাবনা
    জান্যা শুন্যা কৃষ্ণ-পদ না করে ভাবনা। পুনঃ পুন পায় সেই গর্ভের যন্ত্রণা।। একবার জনময়ে আর বার মরে। তথাপিও হরি-পদ ভজন না করে।। থাকিয়া মায়ের গর্ভে পায় নানা বেথা। তখন পড়য়ে মনে শত জন্মের কথা।। ঊর্দ্ধ-পদে হেট-মাথে রহয়ে বন্ধনে। বিপদ-সময়ে তখন কৃষ্ণ পড়ে মনে।। জন্ম-মাত্র পড়ে মহামায়ার বন্ধনে। ভজিতে কৃষ্ণের পদ না পড়য়ে মনে।। শতেক বৎসর […] keyboard_arrow_right
  • জান্যা শুন্যা কৃষ্ণপদ না করে ভাবনা
    জান্যা শুন্যা কৃষ্ণপদ না করে ভাবনা। পুনঃ পুন পায় সেই গর্ভের যন্ত্রণা।। একবার জনময়ে আর বার মরে। তথাপিও হরিপদ ভজন না করে।। থাকিয়া মায়ের গর্ভে পায় নানা বেথা। তখন পড়য়ে মনে শত জন্মের কথা।। ঊর্ধ্বপদে হেট-মাথে রহয়ে বন্ধনে। বিপদ সময়ে তখন কৃষ্ণ পড়ে মনে।। জন্মমাত্র পড়ে মহামায়ার বন্ধনে। ভজিতে কৃষ্ণের পদ না পড়য়ে মনে।। শতেক […] keyboard_arrow_right
  • জাবট মন্দিরে ধনী ললিতারে কহে বাণী
    জাবট মন্দিরে ধনী ললিতারে কহে বাণী শুনগো পরাণ সহচরি। কৃষ্ণ আমার পরাণ তারে করি সদা ধ্যান অবে আমি কেমনে কি করি।। আজ আমি তার মুখ হেজি পাইলই দুখ শাশু যবে করয়ে ভর্ৎসনা । অপবাদ দিঞা মোরে নানা কুভর্ৎসনা করে সদা হেরি নন্দেপোয়ে কাহ্না।। যে বলে সে বলু মোরে না ছাড়িব সে নাগরে সে কালা মো […] keyboard_arrow_right
  • জাবে ন মালতি কর পরগাস
    জাবে ন মালতি কর পরগাস। তাবে ন তাহি মধু বিলাস।। লোভ পরীহরি সূনহি রাঁক। ধকে কি কেও কুই বিপাক।। তেজ মধুকর এ অনুবন্ধ।। কোমল কমল লীন মকরন্দ।। এখনে ইছসি এহন সঙ্গ। ও অতি সৈসবে ন বুঝ রঙ্গ।। কর মধুকর তোঁহে দিঢ় গেআন। অপনে আরতি ন মিল আন।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ