কানুর বিরহে বিরহিণী ধনি ভাগবত মন তার। ভাবে অনুমান হয় বর্ত্তমান ভাবোল্লাসে চমৎকার।। ভাবের ডুবারু ভাব গত হৈলে ভাবিলেই হয় কাজ। ভাবোল্লাসে ধনি বন্ধুরে পাইল হৃদয় মন্দির মাঝ।। ভাবোল্লাসে ধনি বন্ধুরে পাইয়ে ভাবে গদগদ কয়। ব্রজের প্রদীপ নিভাইয়া কহ মথুরা যেতে কি হয়।। বল দেখি হিয়া বেন্ধছ কি দিয়া ধর্ম্মভয় নাহি বুকে। নারীবধে ভয় নাই […]
keyboard_arrow_right