ডুব্ ডুব্রে বাউলের মন, ভাব সাগরে ডুব দিয়ে যা জন্ম মরণ করে পণ। দৃঢ় মনে শক্ত ভাবে প্রাণ করিলে সমর্পণ, ভাবে ভাবে ভাবের পুতুল হবেরে, তোর দরশন। পুতুল খেলায় পুতুল সাজে, বনমালী সাক্ষাতে, দেখা দিয়ে গুপ্ত ভাবে গুম্ হয়ে যায় সেই রতন। ডুবলে বাঁচে ঐ সাগরে, ভাসলে তোমার হয়না ফল, চরণ তরী চড়গে রে মন, […]
keyboard_arrow_right