• তবে সবে গোপীগণ মণ্ডলী করি
    তবে সবে গোপীগণ মণ্ডলী করি। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী।। দুহুঁ অঙ্গ পরশিতে দুহুঁ ভেল ভোর। আজুক আনন্দ কো করু ওর।। নব রঙ্গিণী রাধা রসময় শ্যাম। চৌদিকে গোপিনী সব অতি অনুপাম।। অপরূপ রাধা কানু বিলাস। আনন্দে নিরখই গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • তবে সে হইল শ্রীদাম সুদাম
    তবে সে হইল শ্রীদাম সুদাম স্তোক-কৃষ্ণ বলরাম। অর্জ্জুন সুবল অংশসেন কোকিল বসন্ত প্রধান রাম।। কিঙ্কিণী-ঝঙ্কার অতি মনোহর ধরল বালক-মূর্ত্তি। করে কোন গুণ গুণের আখ্যান করে হয়ে নানা শক্তি।। দেখিয়া মূরতি বিলক্ষণ জ্যোতিঃ নানা সে বন্ধান বেশে। অনুপ সুন্দর মূরতি কিশোর বিনোদ বন্ধান কেশে।। নানা সে কুসুম গাঁথিয়া সুষম বিনোদ বন্ধান চূড়া। হেরম্ব অনুজ তলে আরোপিত […] keyboard_arrow_right
  • তবে সে হইল শ্রীদাম সুদাম
    তবে সে হইল শ্রীদাম সুদাম স্তোককৃষ্ণ বলরাম। অর্জ্জুন সুবল অংশসেন কোকিল বসন্ত,প্রধান রাম।। কিঙ্কিণী ঝঙ্কার অতি মনোহর ধবল বালক-মূর্ত্তি। করে কোন গুণ গুণের আখ্যান করে হয়ে নানা শক্তি।। দেখিয়া মূরতি বিলক্ষণ জ্যোতি নানা সে বন্ধান বেশে। অনুপ সুন্দর মূরতি কিশোর বিনোদ বন্ধান কেশে।। নানা সে কুসুম গাঁথিয়ে সুষম বিনোদ বন্ধান চূড়া। হেরম্ব-অনুজ তলে আরোপিত ভবজ […] keyboard_arrow_right
  • তমাল ডালে কুহু রবে ডাকছে শোন কুকিলায়
    তমাল ডালে কুহু রবে ডাকছে শোন কুকিলায়। সই গো যামিনী গৈয়া য়ায়।। সখি গো সাজাইয়া ফুলে শয্যা রাখলাম কার আশায়। সোয়া চন্দন মিশ্রি মাঞ্জন রাখলাম কটরায়।। সখি গো আতর গোলাপ ছিটাইলাম ফুলের বিছানায়। যৌবনেরি ফুল ফুটিয়া ডাক্‌ছে প্রাণের ভমরায়।। সখি গো একা কুঞ্জে তাপিত রাধা যামিনী কাটায়। আমার বন্ধু পরদেশে কার কুঞ্জে পাশা খেলায়।। সখি […] keyboard_arrow_right
  • তমাল কুসুম চিকুর গণে
    তমাল কুসুম চিকুর গণে। নীল কুরুবক তোর নয়নে।। সুপুট নাসা তিলফুলে। দেখি তোর গণ্ডযুগ মহুলে।। আধর সুরঙ্গ বান্ধুলী ফুলে। কণ্ণ যুগ তোর এ বগহুলে।। মুকুলিত কুন্দ তোর দশনে। খস্তরী কুসুম তোর বসনে।। ভুজযুগ হেম যূথিকা মালে। আশোকতবক করযুগলে।। মুকুলিত থলকমল তনে রোমারাজী তাত আতয়ীগণে।। গভীর নাভী নাগেশর ফুলে। কনক কেতকী জংঘ যুগলে।। চরণকমল থলকমলে। আঙ্গুলী […] keyboard_arrow_right
  • তর পিরীতে গেল কুলমান
    তর পিরীতে গেল কুলমান, গো সজনী সই। সই গো তর পিরীতে গেল কুলমান। আর সরল জানিয়া আমি পিরীতি করিয়া। সাদে পিরীত করিয়া মৈলাম শুকনায় ডুবিয়া গো সজনী। আর আগে যদি জানিতাম আমি কঠিন তর হিয়া, ওরে তে কেনে করিতাম পিরীত বিনা দড়াইয়া। আর গোকুলেতে থাক তুমি চান্দরূপ ধরিয়া, কলঙ্গিনী জানিয়া যদি মরে কর দয়া গো […] keyboard_arrow_right
  • তর শরীরে দয়া মায়া নাই রে বন্ধু
    তর শরীরে দয়া মায়া নাই রে বন্ধু, তর শরীরে দয়া মায়া নাই।। অতদিন আছিলা এ বন্ধু আমার ঘরে বইয়া। যাইতে কেনে প্রাণবন্ধু না গেলা এ বলিয়া।। পরবাসী আসিয়া তুমি রইলাএ মোর ঘরে। কলঙ্কী কলিয়া গেলাএ গকুল নগরে।। শুনরে প্রাণের বন্ধু অবলাএ ডাকি তরে।। তর লাগি গকুলের লোকে ঘোষণা কৈরে মরে।। শাশুড়ী ননদীর জ্বালায় তারা হইল […] keyboard_arrow_right
  • তরা চল গো আমার সাথে
    তরা চল গো আমার সাথে সখী গো আমার সাথে। ওরে কলঙ্কের কলসী আমি লইয়াছি মাথে সখী। ধু আর কলসী লইয়া আমি গেলাম জল আনিতে। ওরে জলের ঘাটে দেখা হইল প্রাণ বন্ধুয়ার সাথে সখী। আর মোহন বাশী বাজায় বন্ধে বসিয়া ঘাটেতে। ওরে ঘরে যাইবার মনে চলে না ঐ বাশীব রবেতে সখী। আর মনে লয় প্রাণ বন্ধুয়ার […] keyboard_arrow_right
  • তরু অবলম্বন কে
    তরু অবলম্বন কে। হৃদয় নিহিত মণি- মাল বিরাজিত শ্যামল সুন্দর দে।। নব কুবলয়দল কিয়ে অতসী ফুল নীলমণি মুকুর আভা। কিয়ে দলিতাঞ্জন কিয়ে রূপ নবঘন বরণি না পারই শোভা।। কুসুমিত চিকুর বলিত বর বরিহা চাঁদ বিরাজিত ভালে। আর এক অপরূপ মলয়জ তিলক চাঁদ উয়ল বনমালে।। কোটি ইন্দু জিনি বয়ান মনোহর অধরে মুরলী রসাল। জ্ঞানদাস চিত ওরূপ […] keyboard_arrow_right
  • তরু পর রৈয়া শুক ফুকারিয়া
    তরু পর রৈয়া শুক ফুকারিয়া কহয়ে আপন স্বরে। কানুরে লৈয়া চলিল ধাইয়া পদ্মা সহচরী ঘরে।। শুকের বচন শুনি বিনোদিনী অরুণ যুগল আঁখি। অবনত মুখে মন্দমৃদু স্বরে কহে গদগদ ভাখি।। পদ্মার সখীর সঙ্গতি সুন্দর শ্যাম মদুকররাজ। যৈছে রসবতী তৈছন রসিক মোর সনে নাহি কাজ।। কামকলারসে কয়ল সরসে জানয়ে কামের রীত। কামুকী বুঝিয়া কামুক নাগর তা সঞে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ