তর পিরীতে গেল কুলমান, গো সজনী সই। সই গো তর পিরীতে গেল কুলমান।
আর সরল জানিয়া আমি পিরীতি করিয়া। সাদে পিরীত করিয়া মৈলাম শুকনায় ডুবিয়া গো সজনী।
আর আগে যদি জানিতাম আমি কঠিন তর হিয়া, ওরে তে কেনে করিতাম পিরীত বিনা দড়াইয়া।
আর গোকুলেতে থাক তুমি চান্দরূপ ধরিয়া, কলঙ্গিনী জানিয়া যদি মরে কর দয়া গো সজনী।
আর আমি ত বেভুলা জাতি তুমি ত সরলা, ওরে নিকুঞ্জ মন্দিরে সদায় তোমার লীলা খেলা।
আর ছাবাল শা ইরপানে কইন মনেতে ভাবিয়া, বিয়ার কইনার সুয়ামি নাই বৃথা জনম গেল গো।