• আমার বন্ধুরে দেখিতাম কুন ছৈলে
    আমার বন্ধুরে দেখিতাম কুন ছৈলে গো সজনী সই, আমার বন্ধুরে দেখিতাম কোন ছলে। ধু বন্ধু বিনে প্রাণ বাচেনা, সদা অনল জ্বলে গো সজনী সই। কদম ডালে বসিয়া বন্ধে, বাজায় মোহন বাঁশী। শুনিয়া বাঁশীর রব, হইয়াছি উদাসী গো সজনী সই। নিরলে বসিয়া বন্দে, বাশীয়ে দিল টান। নব বিন্দের মোহন বাঁশীয়ে, নিল কুল মান গো। আর পাগলিনীর […] keyboard_arrow_right
  • ছাড়িয়া দে তোর ভবের আশা তিন ঠাকুরের মেল
    ছাড়িয়া দে তোর ভবের আশা তিন ঠাকুরের মেল। এগো, গাউনি দিতে দিতে ভবের বাজার ভাঙ্গি’ গেল রে।। আর মন-পবন কাষ্ঠের নৌকা বারে লগির বান্ধ। এগো, তাতে ছাপি রইছইন আমার ঠাকুর কালাচান্দ।। আর আগ পাতালে নাওখিনি মনুরায ছওয়ারী। এগো ডাইনা-বাউয়া ছয় জন মাঝি বলরাম গুণারী রে।। আর মাঝ-গাঙে না বাইয়ো নৌকা রাখিয়ো কিনারায়। এগো, আফালে ডুবাইব […] keyboard_arrow_right
  • তর পিরীতে গেল কুলমান
    তর পিরীতে গেল কুলমান, গো সজনী সই। সই গো তর পিরীতে গেল কুলমান। আর সরল জানিয়া আমি পিরীতি করিয়া। সাদে পিরীত করিয়া মৈলাম শুকনায় ডুবিয়া গো সজনী। আর আগে যদি জানিতাম আমি কঠিন তর হিয়া, ওরে তে কেনে করিতাম পিরীত বিনা দড়াইয়া। আর গোকুলেতে থাক তুমি চান্দরূপ ধরিয়া, কলঙ্গিনী জানিয়া যদি মরে কর দয়া গো […] keyboard_arrow_right
  • তরা চল গো আমার সাথে
    তরা চল গো আমার সাথে সখী গো আমার সাথে। ওরে কলঙ্কের কলসী আমি লইয়াছি মাথে সখী। ধু আর কলসী লইয়া আমি গেলাম জল আনিতে। ওরে জলের ঘাটে দেখা হইল প্রাণ বন্ধুয়ার সাথে সখী। আর মোহন বাশী বাজায় বন্ধে বসিয়া ঘাটেতে। ওরে ঘরে যাইবার মনে চলে না ঐ বাশীব রবেতে সখী। আর মনে লয় প্রাণ বন্ধুয়ার […] keyboard_arrow_right
  • দিবানিশি ঝুরে মরি, বন্ধুবিনে
    দিবানিশি ঝুরে মরি, বন্ধুবিনে রৈতে নারি বল সখি উপায় কি করি। ধু সখি গো বন্ধু বিনে এ দেহের নাহি কেহ সহকারী। ওরে বন্ধুয়ার লাগিয়া আমি সদা করি ইন্তিজারী।। আর ইন্তিজারী করিতে আমি দুঃখে ভাসি ফিরি। পাইলে বন্ধুয়ারে আমি রাখিতাম চরণে ধরি।। ছাবাল শা ইরপানে কইন বন্ধু আমার বংশীধারী। ওরে বাজাইয়া মোহন বাঁশী আমার প্রাণ কৈল […] keyboard_arrow_right
  • বন্ধু বাশী দেও অমারে
    বন্ধু বাশী দেও অমারে, বন্ধু বাশী দেও আমারে। ধু ও তোমার বাশী না হয় বাশের বাশী, ডাকে মোহন সুরে। আর কোন সন্ধানে বাজাও বাশী, বসিয়া নদীর কূলে। ওরে আনন্দ ফুলেতে বসিয়ে রে, সৌরভেতে বুলে। আর বিনয় করি ওরে বন্ধু, ধরি দুই চরণে। ও তোমার বাশীর লাগি কলঙ্ক নাম, রৈল ত্রিভুবনে। আর তুমিত দয়ার বন্ধু, দয়া […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ