বন্ধু বাশী দেও অমারে, বন্ধু বাশী দেও আমারে। ধু ও তোমার বাশী না হয় বাশের বাশী, ডাকে মোহন সুরে। আর কোন সন্ধানে বাজাও বাশী, বসিয়া নদীর কূলে। ওরে আনন্দ ফুলেতে বসিয়ে রে, সৌরভেতে বুলে। আর বিনয় করি ওরে বন্ধু, ধরি দুই চরণে। ও তোমার বাশীর লাগি কলঙ্ক নাম, রৈল ত্রিভুবনে। আর তুমিত দয়ার বন্ধু, দয়া […]
keyboard_arrow_right