আমার বন্ধুরে দেখিতাম কুন ছৈলে গো সজনী সই,
আমার বন্ধুরে দেখিতাম কোন ছলে। ধু
বন্ধু বিনে প্রাণ বাচেনা, সদা অনল জ্বলে গো সজনী সই।
কদম ডালে বসিয়া বন্ধে, বাজায় মোহন বাঁশী।
শুনিয়া বাঁশীর রব, হইয়াছি উদাসী গো সজনী সই।
নিরলে বসিয়া বন্দে, বাশীয়ে দিল টান।
নব বিন্দের মোহন বাঁশীয়ে, নিল কুল মান গো।
আর পাগলিনীর বেশ ধরিয়া, দেশ বিদেশে ফিরি।
বন্ধুর দেখা না পাইলাম, বাঁশীর রব শুনি গো সজনী।
ছাবাল শা ইরপানে কইন, পন্থের দিকে চাইয়া।
বন্ধুরে না পাইয়া আমার, সদায় জ্বলে হিয়া গো।