• দেহ দরশন করহ ভোজন
    “দেহ দরশন করহ ভোজন শাঙলী ধবলী”–বলি। দুটি কর ভরি এ অন্ন-ব্যঞ্জন ডাকিছেন বনমালী।। “কোথা আছ তোরা দেখা দেহ মোরে হৃদয় পরাণ কাঁদে। তোমার বিহনে জানি এ পরাণে মোর বুক নাহি বাঁধে।।” কাঁদে যদুনাথ বুকে দিয়া হাত ফুকরি ফুকরি রোই। “তোমা না দেখিলে এই বনভিতে শাঙলী ধবলী গাই”– এ বোল বলিতে ফুকরি রোইতে নন্দের নন্দন কান। […] keyboard_arrow_right
  • দেহার লীলা অসম্ভব দেখলে হবে হাল বেহাল
    দেহার লীলা অসম্ভব দেখলে হবে হাল বেহাল । দেখ মনা তোর হৃদয়ে গোলমাল। রূপ সিন্ধু যমুার মাঝে বেরঙ্গে প্রাণ বন্ধু সাজে গো, যোগী লোকে গোলবনিতে রঙ্গ নেহারিয়া হয় নিহাল। কলন্দরা কৈল যেই রূপ সায়রে ডুবল সেই গো, রঙ্গ হেরি তুষ্ট হয় জিন্দাকায়া সর্বকাল। রসিক ত্রিপুন্নীর ঘাটে বিরাজে চান্দের হাটে গো, নাম জপে সোনাপুরে নামে পংখী […] keyboard_arrow_right
  • দৈব যুকতি বিশেষ গতি
    দৈব যুকতি বিশেষ গতি যাহারে লাগয়ে তায়। আন আন জনে করিয়া যতনে প্রেমেতে গড়ায়ে দেয়।। সই,এমন কানুর রসে। জনম অবধি রহিবে পীরিতি বিচ্ছেদ না হবে শেষে।। যেই মনে ছিল তাহা না হইল সোঙরি পরাণ কাঁদে। লেহ দাবানলে মন যেন জ্বলে হরিণী পড়িল ফাঁদে।। পলাইতে চায় পথ নাহি পায় দেখি যে অনলময়। বনের মাঝারে ছট্‌ফট্‌ করে […] keyboard_arrow_right
  • দৈবকি * * * আর নাম কএ
    দৈবকি * * * আর নাম কএ । শ্রীপতি বলিয়া নাম হইল সদএ।। পুরূসত্তম নাম আর বনমালি। বলি ধ্বং * * * আর নাম ভালি।। কংসারাতি নাম হইল আনন্দে। কৃষ্ণ নাম অমৃতশ্রেনি উঠিল সানন্দে।। কৃষ্ণ * * * * * * তার বেবরন। পুর্ব্বকালে অবতারে লেখিল পুরান।। সুক্লপিত রক্তবর্ন্ন তিন অবতারে। কৃষ্ণ অবতা…………ব্যাস বরে।। এবে […] keyboard_arrow_right
  • দৈবের যুকতি বিশেষ সুমতি
    দৈবের যুকতি বিশেষ সুমতি যাহারে লাগয়ে যেহ। আন আন জনে করিয়া যতনে প্রেমেতে গঢ়য়ে দেহ।। সই, এমতি কানুর লেহ। জনম অবধি রহিবে পীরিতি বিচ্ছেদ না হবে সেহ ।।ধ্রু।। যাহা মনে ছিল তাহা না হইল সোঙরি পরাণ কাঁদে। লেহ-দাবানলে বন যেন জ্বলে হরিণী পড়িল ফাঁদে।। পলাইতে মনে চাহে পথ পানে দেখয়ে অনলময়। বনের মাঝারে ছট্ফ‌ট্‌ করে […] keyboard_arrow_right
  • দোতি বচন শুনি বিদগধ শিরোমণি
    দোতি বচন শুনি বিদগধ শিরোমণি কুঞ্জে মিলল ধনি পাশ। রাধাবদনচান্দ হেরি পুলকিত ভাব সন্ধি পরকাশ।। সু্ন্দরি কি কহব বচন না ফূর। আওল রাজ-দূত হাম যাওব কালি নিচয়ে মধুপূর।। পুনরাগমনে কত যে ঘটি হোয়ব না জানিয়ে তাহে বিলম্ব। হৃদয় খেদ দঢ় প্রকৃতি কঠিন বড় রাজকাজ অবলম্বন।। ধনি কহে গিরিধর তোহারি সঙ্গে মোর প্রাণ চলউ সব সাজে। […] keyboard_arrow_right
  • দোতি বচন শুনি রসিক শিরোমণি
    দোতি বচন শুনি রসিক শিরোমণি আয়ল তাকর সাথ। দুর সঞে হেরিয়া সো বর-নাগরি অবনত করি রহু মাথ।। কর জোড়ি সাধয়ে কান। হাম তুয়া কিঙ্কর পড়িয়ে চরণতল তেজ ধনি দারুণ মান।। এত কহি নাগর অন্তর গর গর চরকি চরকি পড়ু লোর। হেরি সুধা-মুখি আকুল ভেল অতি সো মুখ হেরি বিভোর।। ছল ছল নয়ন শ্যাম কর কিশলয় […] keyboard_arrow_right
  • দোতিক কর ধরি করু পরিহার
    দোতিক কর ধরি করু পরিহার। কহইতে নয়নে গলয়ে জলধার।। বাউর সম কত করু পরলাপ। শতগুণাধিক মনে মনসিজতাপ।। রা রা ধা ধরি আখর এক। গদগদ কণ্ঠ না হয়ে পরেতক।। মানিনি মান মানায়ব হাম। কহি এত ধাবয়ে মানিনি ঠাম।। পুন ফেরি আওত সহচরি সাথ। ঐছে গতাগতি নাহিক সোয়াথ।। কত পরবোধি কয়ল সখি থীর। জ্ঞানদাস হেরি ভেল অধীর।। keyboard_arrow_right
  • দোতিক বচন না শুনল রাই
    দোতিক বচন না শুনল রাই। আপন মনহি বিচারল তাই।। কানুক কেশ তৃণ ধরু তছু আগে। তবহুঁ সুধামুখি নহ অনুরাগে।। কত কত বিনতি করিয়া কহ বাণী। মানিনি চরণে পসারল পাণি।। সুন্দরি দুর কর অসময় মান। ইহ সুখসময়ে মিলহ বরকান।। তেজিয়া নাগর ও সুখপুঞ্জে।। ক্ষেম অপরাধ চলহ সোই ঠাম। জ্ঞানদাস কহয়ে সময় অনুপাম।। keyboard_arrow_right
  • দোলত রাধা মাধব সঙ্গে
    দোলত রাধা মাধব সঙ্গে। দোলায়ত সব সখিগণ রহু রঙ্গে।। ডারত ফাগু দুহুঁজন অঙ্গে। হেরইতে দুহুঁরূপ মুরুছে অনঙ্গে।। বাওত কত কত যন্ত্র সুতান। কত কত রাগমাল করু গান।। চন্দন কুঙ্কুম ভরি পিচকারি। দুহুঁ অঙ্গে কোই কোই দেওত ডারি।। বিগলিত অরুণ বসন দুহুঁগায়। শ্রমজলে বিন্দু বিন্দু শোভে তায়।। হেমমরকতে জনু জড়িত পঙার। তাহে বেড়ল গজমোতিম হার।। দোলাপরি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ