• নবজলধরতনু থীর বিজুরী জনু
    নবজলধরতনু থীর বিজুরী জনু পীত বসন বনি তায়। চূড়াপরে শিখিদল বেড়িয়া মালতীমাল সৌরভে মধুকর ধায়।। শ্যামরূপ জাগয়ে মরমে। পাসরিব মনে করি যতনে ভুলিতে নারি ঘুচাইল কুলের ধরমে ।।ধ্রু।। কিবা সেই মুখশশী উগারে অমিয়ারাশি আঁখি মোর মজিল তাহায়। গুরুজনভয়ে যদি ধৈরজ ধরিতে চাহি দ্বিগুণ আগুণ উপজায়।। এ তিন ভুবনে যত রসসুধানিধি কত শ্যাম আগে নিছিয়া পেলিয়ে। […] keyboard_arrow_right
  • নবদ্বীপ চাঁদের আজি আনন্দ দেখিয়া
    নবদ্বীপ চাঁদের আজি আনন্দ দেখিয়া। চিরদিন পরে মোর জুড়াইল হিয়া।। শচীসূত উনমত প্রেম-সুখে কয়। মোর আজু যত সুখ কহিল না হয়।। চিরকাল বিরহ-জনিত যত তাপ। সো মুখ-দরশনে ঘূচল আপ।। ঐছন অমৃত কহত গোরামণি। রাধামোহন তছু যাউক নিছনি।। keyboard_arrow_right
  • নবদ্বীপ-গগনে উয়ল দিন রাতি
    নবদ্বীপ-গগনে উয়ল দিন রাতি। ঘন-রসে সেচল থির-চর জাতি।। দেখ দেখ গৌর জলদ-অবতার। বরিখয়ে প্রেম-অমিয়া অনিবার।। তব ধরি জগ ভরি দুরদিন ডোর। হরি-রসে ডগমগ জগ-জন ভোর।। নাচত উনমত ভকত-ময়ূর। অভকত-ভেক রোয়ত জলে বূ্র।। ভকতি-লতা তিন ভুবনে বেয়াপ। উত্তম অধম প্রেম-ফল পাব।। কীর্ত্তন-কুলিশে যোগ-বন জারি। জ্ঞান সেও-ঘন-গরজে বিদারি।। চিত-বিল-নিকষিল করম-ভুজঙ্গ। নিরসল কলি-মদ-দহন-তরঙ্গ।। তাপিত-চাতক তিরপিত ভেল। দশ দিশ […] keyboard_arrow_right
  • নবদ্বীপ-চাঁদ চাঁদ জিনি সুন্দর
    নবদ্বীপ-চাঁদ চাঁদ জিনি সুন্দর নাগর বিদগধ-রাজ। আনন্দ-রূপ অনুপম গুণগুণ আনন্দ-বিতরণ কাজ।। হরি হরি হামারি মরণ অব ভাল। সো যদি সুখময় কেলি উপেখিয়া বিরহ-ভাবে খেপু কাল।। কত অনুতাপ প্রলাপহুঁ কতবিধ অপরূপ কত উনমাদ। কত বেরি মোহ হোয়ত পুন ঘন ঘন দশমি-দশা পরমাদ।। ভাগে ভকতগণ উচ হরি বোলত তেঞি বুঝি ফিরয়ে পরাণ। মরু রাধামোহন অনুবাদ ঐছন যাতে […] keyboard_arrow_right
  • নবদ্বীপে শুনি সিংহনাদ
    নবদ্বীপে শুনি সিংহনাদ। সাজল বৈষ্ণবগণ করি হরি সংকীর্ত্তন মূঢ়মতি গণিল প্রমাদ।।ধ্রু।। গৌরচন্দ্র মহারথী নিত্যানন্দ সেনাপতি অদ্বৈত যুদ্ধের আগুয়ান। প্রেমডোর ফাঁস করি বান্ধিল অনেক ঐরি নিরন্তর গর্জ্জে হরিনাম।। শ্রীচৈতন্য করে রণ কলিগজে আরোহণ পাষণ্ডদলন বীরবানা। কলিজীব তরাইতে আইল প্রভু অবনীতে চৌদিগে চাপিয়া দিল থানা।। উত্তম অধম জন সবে পাইল প্রেম-ধন নিতাই চৈতন্য কৃপা লেশে। সমুখে শমন […] keyboard_arrow_right
  • নবনটবর কিশোর রায়
    নবনটবর কিশোর রায় রহি রহি রহি যায় রে। হেরি হেরি হেরি বেরি বেরি বেরি চমকি চমকি চায় রে।। নয়নে নয়নে ঈষৎ হাস ঈষৎ ঈষৎ ঈষৎ ভাষ মিলিয়া যেমন তড়িত পুঞ্জ জলধরে লুকায় রে।। নাচিতে নাচিতে থমকি থমকি রহিয়া চলিয়া যায় রে। কোটি অলকা তিলক চাঁদ সোনার কলিকা ভায় রে।। keyboard_arrow_right
  • নবনত্তা ভেল সকল নগর
    নবনত্তা ভেল সকল নগর আনন্দ হইলা বড়ি। সুখের সায়রে সভাই ভাসিল নিজ গৃহ সবে ছাড়ি।। গৃহের বাসনা তেজে সব জনা দিবা নিশি নাহি জানে।। এইমত সবে আনন্দ উচ্ছব নন্দের মহল পানে। * * * * * * নব নব রামা দেখি তার প্রেমা কহিছে সভার আগে। “এমত ছায়ালে কখন না দেখি সভার হিয়াতে জাগে।। বড় […] keyboard_arrow_right
  • নবযৌবনি ধনি চলু অভিসার
    নবযৌবনি ধনি চলু অভিসার। নবনব রঙ্গিণি রসের পসার।। নীলবসন রাধার শ্রীঅঙ্গে সাজে। কনক কিঙ্কিণি ঘন ঘন বাজে।। চরণেতে নূপুর বাজয়ে রনুঝনু। মদন বিবাদি হাতে ফুলধনু।। বৃন্দাবনে ভেটল শ্যামের রায়। নর নব কোকিল পঞ্চম গায়।। দুহুঁ মুখ হেরইতে দুহুঁ ভেল ভোর। গোবিন্দদাসের সুখের নাহি ওর।। keyboard_arrow_right
  • নবহুঁ রুচি মেহ সখি নীপহুঁ মূলে পেখলুঁ
    নবহুঁ রুচি মেহ সখি নীপহুঁ মূলে পেখলুঁ নয়ন মন ভুলল মঝু ভরমং। তরুণ তমাল কিয়ে কিয়ে দামিনী অম্বরে লখিতে নারিনু সখি গৌর কিয়ে শ্যামং।। উচ্চ চূড়া টেড়া শিখি পুচ্ছ তহি ঊপরি বিরাজিত সতত তছু বামং। ইন্দ্রধনু আকৃতি চূড়োপরি বিরাজই সুশোভিত মণি মুকুতা দামং।। অঙ্গাকৃতি ভঙ্গী বাঁকা বঙ্কিম সুচাহনি করতে বাঁশী অধরে হাসি শোভং। শশিশেখর সঙ্গে […] keyboard_arrow_right
  • নবিন কিশলয় ফুটল ফুল চয়
    নবিন কিশলয় ফুটল ফুল চয় পাতি বিবিধ বিধান। যৈছে খির সর তৈছে শেজ কর কুসুম কুল উপাধান। সখি হে স্বরূপে কহলমু তোয়। ঐছে সাজাহ বাস গৃহ জনু নিরখি হরি-সুখ হোয়।।ধ্রু।। চারু চম্পক- কুসুম-হারক গন্ধ মালতি-মাল। খপুর কর্পূর পাণ সুমধুর পুরিঞা কাঞ্চন-থাল।। করহ সব তুহুঁ জাগি রহলহুঁ পিয়াক পন্থ নিহার। কহে মনোহর কুঞ্জ-কাননে মিলব নন্দ-কুমার।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ