• নায়্যা হে এখন লইয়া চল পার
    নায়্যা হে এখন লইয়া চল পার। পূরিল তোমার আশা কি আর বিচার।। অকলঙ্ক কূলে মোর কলঙ্ক রাখিলে। এখন কিবা মনে আছে না বোলহ ছলে।। নায়্যা হৈয়া চূড়া বান্ধ ময়ূরের পাখে। ইথে কি গরব কর কুলবধূ সাথে।। পারে নাও নূতন ন্যায়া না কর বেয়াজ। জ্ঞানদাস কহে নায়্যা বড় রসরাজ।। keyboard_arrow_right
  • নারঙ্গি ছোলঙ্গি কোরি কি বেলী
    নারঙ্গি ছোলঙ্গি কোরি কি বেলী। কামে পসাহলি আচর ফেলী।। আবে ভেলি তাল ফল তূলে। কঁহা লএ জাইতি অলপ মূলে।। সে কাহ্ন সে হমে সে ধনি রাধা। পুরুব পেম না করিঅ বাধা।। জাতকি কেতকি সরসি মালা। তুঅ গুন গহি গাথএ হারা। সরস নিরস তোহ কে বুঝাবে।। কহা লএ চলতি ভেলি বিমানে।। সরস কবি বিদ্যাপতি গাবে। নাগর […] keyboard_arrow_right
  • নারদ-সারদ সুক-সনাতন
    নারদ-সারদ সুক-সনাতন দেবের দেবতা যত। মহিমা-কারণ ফলের মাধুরি জানিবেক কত শত। এমন তরুর ফল ফলিয়াছে জাহার উপমা নাঞি। কত না মাধুরি ফলের ভিতর না দেখি কনহ ঠাঞি।। এ ফল অধিক মাধুরি দেখিতে আছএ মনের সাধ। কত না আমিঞা ফলের ভিতরে এই কিবা পরমাদ।। এই অনুমান করে দেবগণ লইতে ফলের মধু। হরস বদন বুঝিতে কারণ সকল […] keyboard_arrow_right
  • নারী পুরুষ অব জগমন পীড়য়ে
    নারী পুরুষ অব জগমন পীড়য়ে ঐছন মনমথ রিত। নাগরী নারী প্রতি অঙ্গে বাস করু বিন্ধি অথির করু চিত।। এ ধনি কামিনি হৃদয়ে কামরাশি। কত কত মনোরথ মনমথ-মথন করল হাম তুহু পুন কাহে তরাসি।। দশনক দংশে অধর নব পল্লব কুচ করপরশনে চাপি। ভুজে ভুজ বন্ধন নিবিড় আলিঙ্গন দৃঢ় পরিরম্ভণ ঝাপি।। এই উপচারে কুসুমশর মেটব ঐছন শুনি […] keyboard_arrow_right
  • নারীক বেদন যো সব নাহি জানত
    নারীক বেদন যো সব নাহি জানত সো সব হোয়ত দুখদাতা। সো সবগণে কি করব সুন্দরি কভু নাহি শুনিয়ে বারতা।। যো রঘুনন্দন করি বহু বিক্রম জনকসুতা উদ্ধারিল। বিনি দোষে দোষ ঘটাইয়ে সতিজনে পুনরপি কাননে দিল।। যোগী পঞ্চানন সাপ তছু ভূষণ ভুত প্রেত লই খেল। শিরপর সতিনি কুচনিপঞে ভেটই শৈল সুতায়ে দুখ দেল।। যোগীন্দ্র গণপতি হরিগুণে মগনহি […] keyboard_arrow_right
  • নারীর এত মান ভাল নয় ও রাই কিশোরী
    নারীর এত মান ভাল নয় ও রাই কিশোরী। যত সাধে শ্যাম, আরো মান বাড়াও ভারী।। ধন্য তোর বুকের জোর কাঁদাও জগত ঈশ্বর ক’রে মান জারি, ইহার প্রতিশোধ না নিবেন কি সেই হরি।। তবে বুঝলাম দড় শ্যাম হতে মান বড় হ’লো তোমারি, থাকো থাকো রাই দেখবো সব ভারি ভূরি।। দেখছো কে কোথায় পুরুষকে নারীর পায় ধরায় […] keyboard_arrow_right
  • নারীর জনম জে জোনে চাহিল
    নারীর জনম জে জোনে চাহিল রহলি অপন ঘরে। ব্যাধ-মন্দিরে হরিনি জেমন পরান তেমতি করে।। বিধি, তোমার কঠিন হিআ। বুঝিতে নারিল আমারে বান্ধিল কোন প্রেম-ডোর দিআ।। ছারিতে চাহিএ ছারা [ন] না জায়ে পিরিতি প্রেমের ফান্দে। এ দুটি নয়নে তাহে পথ পানে ফুকারি ফুকারি কান্দে।। স্যামের পিরিতি জে জনে জানিল জনম-তাপিনি সেই। চণ্ডিদাষে কহে জালায়ে জড়িত পিরিতি […] keyboard_arrow_right
  • নারীর সৃজন অতি সে কঠিন
    নারীর সৃজন অতি সে কঠিন কে বা সে জানিবে তায়। জানিল অবধি নারিলেক বিধি বিষামৃতে একত্র রয়।। যেমন দীপিকা উজরে অধিকা ভিতরে অনল-শিখা। পতঙ্গ দেখিয়া পড়য়ে ঘুরিয়া পুড়িয়া মরয়ে পাখা।। জগৎ ঘুরিয়া তেমতি পড়িয়া কামানলে পুড়ি মরে। রসজ্ঞ যে জন সে করয়ে পান বিষ ছাড়ি অমৃতেরে।। হংস চক্রবাক ছাড়িয়া উদক মৃণাল দুগ্ধ সদা খায়। তেমতি […] keyboard_arrow_right
  • নারীরূপ ধরি যদি যেতে পার শ্যাম
    নারীরূপ ধরি যদি যেতে পার শ্যাম। তবে সে ভাঙ্গিতে পারে মানিনীর মান।। নাগর কহত বৃন্দে ক্ষতি কিহে তায়। নাগরী বেশ তবে বনাহ আমায়।। নাগরে সাজায়ে দিল নাগরী বেশ। বেণী বনায়ল চাঁচর কেশ।। কুণ্ডল খুলি কর্ণে ফুল পরাইল। সীমন্তে সিন্দুরবিন্দু শোভা ভালে হইল।। কেশর মৃত্তিকা আনি মাখাইল অঙ্গে। স্বর্ণচুড়ি হাতে দিল কঙ্কণ সঙ্গে।। পয়োধর করি দিল […] keyboard_arrow_right
  • নারে নারে নারে নারে নারে নারে
    নারে নারে নারে, নারে নারে নারে, ও নারে নারে নারে। বসন্ত ফুল ফুটিয়াছে, এমন বসন্ত আইছে বন্ধে মোরে ভিন্ন বাসেরে।। কাল যদি গেল পলাইরে, বসন্ত ফুল ফুটিয়াছে, তুই বন্ধু দয়াময়, কেনে নিদারুণ হও অবলারে আসিয়া বোলাও রে।। আইস আইস পরাণপিয়া, তোলমোরে দেখাদিয়া বন্ধু বিনে কে আছে আবার রে। বন্ধু বন্ধু ডাকিয়া ফিরি আও রাধার ঘরে। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ