• নিতি নিতি আসি যাও রাধা সনে কথা কও
    বড়াইর উক্তি — শ্রীকৃষ্ণের প্রতি নিতি নিতি আসি যাও রাধা সনে কথা কও শুনিয়াছিলাম পরের মুখে। মনে করি কোন দিনে দেখা হবে তার সনে ভাল হল দেখিলাম তোকে।। চেটো নেটো যায় জলে তার নাকি ধর চুলে এমত তোমার কোন রীত। যাব তুমি ধর চুলে সেই এসে মোরে বলে নহিলে নহিতাম পরতীত।। সুজন কখন নও পর-নারী […] keyboard_arrow_right
  • নিতি নিতি দেখিয়ে না কহি লাজে
    নিতি নিতি দেখিয়ে না কহি লাজে। অনুভবে জানলু অদভুত কাজে।। তুহুঁ বরনারী চতুরবর কান।। মরকত মিলল কনক দশবান ।। এ ধনি ! এ ধনি ! বহু পরিহার। নিজজন জানি কাহে না কহ বেভার। খেণে খেণে অলসে মুদসি আধ আঁখি। নিজ তনুছাহে চাহি কর সাখী।। জলধর হেরইতে ভেলি চমকিত । শ্যামরচান্দে চোরায়ল চিত।। খেণে পুলকিত তনু […] keyboard_arrow_right
  • নিতি নিতি যাও রাই মথুরা নগরে
    নিতি নিতি যাও রাই মথুরা নগরে। ঘৃত দধি দুধ ঘোলে সাজাঞা পসারে।। আমি পথে মহাদানী বিদিত সংসারে। কার বোলে কোন ছলে যাও অবিচারে।। দেহ মহাদান রাই বসিয়া নিকটে। এক পণ অধিক কাহন প্রতি বটে।। চিরদিন আছে দান সমুখে আমারি। অঙ্গে বহুমূল ধন আর নীল শাড়ী।। সিঁথার সিন্দুর দান কহনে না যায়। নয়ানে কাজলরেখে ধরণী বিকায়।। […] keyboard_arrow_right
  • নিতিই নূতন পীরিতি দুজন
    নিতিই নূতন পীরিতি দুজন তিলে তিলে বাড়ি যায়। ঠাঁই নাহি পায় তথাপি বাড়ায় পরিণামে নাহি ক্ষয়।। সখি হে অদভুত দুঁহু প্রেম। এত দিন ঠাঁই অবধি না পাই ইথে কি কষিল হেম।। উপমার গণ সব কৈল আন দেখিতে শুনিতে ধন্দ। এ কি অপরূপ তাহার স্বরূপ সবারে করিল অন্ধ।। চণ্ডীদাস কহে দুঁহু সম নহে এখানে সে বিপরীত। […] keyboard_arrow_right
  • নিতিই নূতন পীরিতি দুজন
    নিতিই নূতন পীরিতি দুজন তিলে তিলে বাঢ়ি যায়। ঠাঁই নাহি পায় তথাপি বাঢ়য় পরিণামে নাহি থায়।। সখি হে, অদভুত দুঁহু প্রেম। এত দিন চাই অবধি না পাই, ইথে কি কষিল হেম।। ধ্রু।। উপমার গণ সব হৈল আন দেখিতে শুনিতে ধন্দ। এ কি অপরূপ তাহার স্বরূপ সবারে করিল অন্ধ।। চণ্ডীদাসে কহে দুঁহু সম নহে এখানে সে […] keyboard_arrow_right
  • নিতে মোয়ঁ জাওঁ ভিখি আনও মাগি।
    নিতে মোয়ঁ জাওঁ ভিখি আনও মাগি। কতহু ন গেল মোরা সঙ্গহু লাগি।। ঝোরি আহু লেবাকে নহি উসাস। ই পোসি হোএত পরতরক আস।। এহে গউরি মোর কওন দোস। বইসলে জেম গন কওন ভরোস।। থূল পেট ভূমি লড়এ ন পার। সিব দেখএ ন পারহ হমর বার।। খেদি দেহে বরু নিকলি জাউ। মোরে নামে ভিখি মাগি খাউ।। দেখহ […] keyboard_arrow_right
  • নিত্যানন্দ সঙ্গে নাচে প্রভু গৌরচন্দ্র
    নিত্যানন্দ সঙ্গে নাচে প্রভু গৌরচন্দ্র। সঙ্গে সঙ্গে নাচে পারিষদ ভক্তবৃন্দ।। অবনী ভাসিয়া যায় নয়নের জলে। দুবাহু তুলিয়া সভে হরি হরি বোলে।। ভাবে গর গর অঙ্গ কত ধারা বয়। পতিতের গলে ধরি রোদন করয়।। আপনার ভক্তগণে ডাকয়ে আপনে। হাসে কাঁদে নাচে গায় আপনা না জানে।। গোবিন্দ মাধব বাসু হের আইস বলি। যদু কহে কাঁদে প্রভুর পরাণ-পুতলি।। keyboard_arrow_right
  • নিত্যের আদেশে বাশুলী চলিল
    নিত্যের আদেশে বাশুলী চলিল সহজ জানাবার তরে। ভ্রমিতে ভ্রমিতে নান্নুর গ্রামেতে প্রবেশ যাইয়া করে।। বাশুলী আসিয়া চাপড় মারিয়া চণ্ডীদাসে কিছু কয়। সহজ ভজন করহ যাজন ইহা ছাড়া কিছু নয়।। ছাড়ি জপ তপ করহ আরোপ একতা করিয়া মনে। যাহা কহি আমি তাহা শুন তুমি শুনহ চৌষট্টি সনে।। বসুতে গ্রহেতে করিয়া একত্রে ভজহ তাহারে নিতি। বাণের সহিতে […] keyboard_arrow_right
  • নিদারুণ পরাণের বন্ধু রে
    নিদারুণ পরাণের বন্ধু রে, বড়ো নিদারুণ । হয় রে ইদরেতে জ্বালাইয়া দিলায় পিরিতের আগুইন রে। ও আমার বন্ধু বড়ো নিদারুণ রে। ধু বাঁশীটি বাজাও বন্ধুরে, আমারে শিখাও, ওয় রে, আমি বাজাই মোহন বাঁশী বন্ধু, তুমি ভুলিলাও রে। আর কদম্বেরি ডালে বসি’ বন্ধু রে, বাঁশীটি বাজাও, হয় রে, নাম ধরিয়া ডাকে বাঁশীরে প্রাণি নিতে চায় রে। […] keyboard_arrow_right
  • নিদেঁ নিদায়লি বালা
    নিদেঁ নিদায়লি বালা। নিশি বাসর জাগি ভৈ গেল দুর্বলা।। তড়িত-লতাবলি রামা। রতিরণছরমে ঘরমে ভেল শ্যামা।। আলস নিদভার অঙ্গ অথীর। সম্বরু না কুর পীতম চীর।। কহ কবিশেখর রায়। ধরম সরম লাগি ওড়নি ভায়।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ