নন্দ আসি জয় দেওরে, আমার গোপাল আইসে ঘরে। ধু মনেতে আনন্দ অতি ঘরে কেহ নাই । আজু রাধার শুভ দিন মিলিল কানাই।। অপরূপ বিপরীত কি বলিব কারে। নানা রূপে করে কেলি ভ্রমরা না ছাড়ে। জল নাহি কলসে যমুনা বড় দূর। চলিতে না চলে রাধার চরণে নুপুর ।। ভৃঙ্গারের জল দিয়া পাখাল দুই পাও। গঙ্গার জল […]
keyboard_arrow_right