• নিশি পরভাত জানি যদুরাজ
    নিশি পরভাত জানি যদুরাজ। অক্রূর আনি কয়ল রথসাজ।। দাম শ্রীদাম সঙ্গে বলরাম। রথ আরোহণ করলহিঁ কান।। অক্রূর সারথি করু আগুসার। সঙ্গে চলল সব গোপ গোঁয়ার।। নন্দমহল কলবর উতরোল। শুনইতে দীনবন্ধু ভেল ভোর।। keyboard_arrow_right
  • নিশি পরভাতে ময়ূর নাহিঁ নাচত
    নিশি পরভাতে ময়ূর নাহিঁ নাচত রোয়ত শুক পিক সারি। নন্দ মহল কল- রব শুনি আকুল ধাওল ব্রজপুরনারী।। সুন্দরি মন্দির-বাহির ভেল। গুরু জনে এক নয়ন পথ-পাঁতরে অপর নয়ন ধনী দেল।। হেরি লই অক্রূর যাওত মধুপুর হেরি পড়ল পরমাদ। কুল-ভয় পরিহরি নাহ হৃদয়ে ধরি অন্তরে উপজএ সাধ।। হৃদয় জানি পুন আওব বলি হরি কর-সঙ্কেত করি গেল। দীনবন্ধু […] keyboard_arrow_right
  • নিশি পরভাতে শেজ সঞে উঠল
    নিশি পরভাতে শেজ সঞে উঠল নন্দালয়ে নন্দলাল। মঙ্গল আরতি করত যশোমতি দীপ উজারল কাঞ্চনথাল।। পাখালিয়া বদন দশনগণ মাজল জননিক যতনে নবনি খির খাই। এক দণ্ড দিন ভৈ গেল তৈখনে দ্বিতীয়ে গোদোহন গো-গৃহে যাই।। তৃতীয়ে সখা সহ বৎসক লালন বৃষে বৃষে যুদ্ধ কেলি কত ঠান। চারি দণ্ড দিন গৃহে আওল পুন সুগন্ধি তৈল নিরে করল সিনান।। […] keyboard_arrow_right
  • নিশি প্রভাত হৈল পিয়া না আইল ভবনে
    নিশি প্রভাত হৈল পিয়া না আইল ভবনে। মালতীর মালা কেনে গাঁথিলাম যতনে ।। অগুরু চন্দন চুয়া দিব কার গায়। জরজর হৈল তনু নিশি না পোহায়।। কর্পূর চন্দন চুয়া দিব কার মুখে। রজনী বঞ্চিব হাম কারে লয়ে সুখে।। সে নাহ নিঠুর যদি না আইসে ইহা। যমুনার জলে সব দিব ভাসাইয়া।। কার লাগি রাখি ইহা সংযোগ করিয়া। […] keyboard_arrow_right
  • নিশি প্রভাত হৈল পিয়া না আইলা ভবনে
    নিশি প্রভাত হৈল পিয়া না আইলা ভবনে। হেদে রে মালতীর মালা কেন গাঁথিলাম যতনে।। অগুরু চন্দন চূয়া দিব কার গায়। জর জর হৈল তনু নিশি না পোহায়।। কপূর্র চন্দন চূয়া দিব কার মুখে। রজনী বঞ্চিব হাম কারে লয়ে সুখে।। নাহ নিঠুর যদি না আইসে ইহা। যমুনার জলে সব দিব ভাসাইয়া।। কার লাগি রাখিব ইহা সংযোগ […] keyboard_arrow_right
  • নিশি শেষে ছিনু ঘুমের ঘোরে
    নিশি শেষে ছিনু ঘুমের ঘোরে। গৌর নাগর পরিরম্ভিল মোরে।। গণ্ডে কয়ল সোই চুম্বন দান। কয়ল অধরে অধররস পান।। ভাঙ্গল নিদ নাগর চলি গেল। অচেতনে ছিনু চেতনা ভেল।। লাজে তেয়াগিনু শয়নগেহ। বাসু কহে তুয়া কপট লেহ।। keyboard_arrow_right
  • নিশি হৈল শেষ, রে প্রাণের বন্ধু নিশি হৈল শেষ
    নিশি হৈল শেষ, রে প্রাণের বন্ধু নিশি হৈল শেষ। ধু রাত্রি পোসাইয়া যায়, কোকিলে পঞ্চম গায়, নিদ্রাতে পাইয়াছে বড় সুখ। অভাগিনী বসিয়া রে, নিশি গোঞাইলুম, উঠ এবে দেখি চান্দ মুখ।। আমার মাথাটি খাও, উঠ এবে ঘরে যাও, কাকুতি করিয়া বোলি তোরে। রাত্রি প্রত্যুষ হৈলে, লোকে দেখিব তোরে, কলঙ্কিনী করিব আমারে।। কলঙ্ক রাখিলে মোর, ভাল না […] keyboard_arrow_right
  • নিশিপরভাতে বসি আঙ্গিনাতে বিরস বদনখানি
    নিশিপরভাতে বসি আঙ্গিনাতে বিরস বদনখানি। গৌরাঙ্গচাঁদের হেন ব্যবহার এমতি কভু না জানি।। সই এমতি করিল কে। গোরা গুণনিধি বিধির অবিধি তাহারে পাইল সে।।ধ্রু।। কস্তুরি চন্দন করি বরিষণ গাঁথিয়া ফুলের মালা। বিচিত্র পালঙ্কে শেজ বিছাইনু শুইবে শচীর বালা।। হে দে গো সজনি সকল রজনী জাগিয়া পোহালুঁ বসি। তিলে তিনবার দণ্ডে শতবার মন্দির বাহিরে আসি।। বাসু ঘোষ […] keyboard_arrow_right
  • নিশ্চয় করিয়া কহনা কথা
    নিশ্চয় করিয়া কহনা কথা। তুমি সে তাহারে দেখেছ কোথা।। কানু কহে এক নবীনা নারী।। আমার পরাণ লইল হরি।। কালিয় দমন করিয়ে যবে। আনি সে তাহারে দেখেছি তবে।। গোচারণে যাই তোদের সাথে। যমুনা সিনানে যায় সে পথে।। গোঠ হতে ঘরে ফিরিয়া আসি। মন্দির উপরে ছিল সে বসি।। হাস পরিহাস সখীর সনে। হেরিয়া সোয়াথ না পাই মনে।। […] keyboard_arrow_right
  • নিশ্চিতে নি রইলায় রে বন্ধু মথুরা নগর
    নিশ্চিতে নি রইলায় রে বন্ধু মথুরা নগর। তোর মনে এই ছিল ভাব বধিতায় পরাণেরে।। ঘরে বৈরি ননদিনী তনু জর জর। কার ঠাই কহিমু দুঃখ ডাকি যে তোমারে।। কলঙ্কিনী হইলাম রাধে গোকুল নগরে। যৌবন হইল প্রাণের বৈরি দোষ দিমু কারে।। উড়িতে পক্ষ নাইরে রইতে না পারি ঘরে। তুই কালা কেমনে রইলে ছড়িয়া রাধারে।। নিরবধি ঝুরে গো […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ