• নিশ্বাস ছাড়িতে না দেয় ঘরের গৃহিণী
    নিশ্বাস ছাড়িতে না দেয় ঘরের গৃহিণী। বাহিরে বাতাসে ফাঁদ পাতে ননদিনী।। শুন শুন প্রাণ প্রিয় সই। তুমি সে আমার হও তেঁই তোমায় কই।। বিনি ছলে ছল করি সদাই ধরে চুরি। হেন মনে করি জলে প্রবেশিয়ে মরি।। সতী সাধে দাঁড়াই যদি সখীগণ সঙ্গে। পুলকে পূরয়ে তনু শ্যাম পরসঙ্গে।। পুলক ঢাকিতে নানা করি পরকার। নয়নের ধারা মোর […] keyboard_arrow_right
  • নিশ্বাস ছাড়িতে না দেয় ঘরের গৃহিণী
    নিশ্বাস ছাড়িতে না দেয় ঘরের গৃহিণী। বাহিরে বাতাসে ফাঁদ পাতে ননদিনী।। শুন শুন প্রাণ প্রিয় সই। তুমি সে আমার আমি সে তোমার, তেই সে তোমারে কই। ধ্রু।। বিনিছলে ছার দেশে সদাই ধরে চুরি। হেন মনে করে জলে প্রবেশিয়া মরি।। সাধেতে বেড়াই যদি সখীগণ-সঙ্গে। পুলকে পূরয়ে তনু শ্যাম-পরসঙ্গে।। পুলক ঢাকিতে নানা করি পরকার। নয়নের ধারা মোর […] keyboard_arrow_right
  • নিষেধ নিলজ বনমালী
    নিষেধ নিলজ বনমালী। বাথানে কি ভেটে চন্দ্রাবলী।। তুমি ইহায় পুছহ বড়াই। কিবা ধন মাগয়ে কানাই।। হেমঘট দেখিয়া পাঁতরে। চোরার মন সাত পাঁচ করে।। মাকড়ের হাতে নারিকেল। খাইতে সাধ ভাঙ্গিতে নাহি বল।। ফণীর মাথায় মণি জ্বলে। তাহা কে লইতে পারে বলে।। বড়ু কহে বাসলীর বরে। বাঙন কি চাঁদ ধরে করে।। keyboard_arrow_right
  • নিসি নিসিঅর ভম ভীম ভুজঙ্গম
    নিসি নিসিঅর ভম ভীম ভুজঙ্গম গগন গরজ ঘন মেঘহ। দুতর জঞুন নরি সে আইলি বাহু তরি এতবাএ তোহর সিনেহ।। হেরি হল হসি সমূহ উগয় সসি বরিসও অমিঅক ধার।। কত নহি দুরজন কত জামিক জন পরিপন্থিঅ অনুরাগে। কিছু ন কাহুক ডর সুনল জুবতি বর এহি পরকিও অভাবে।। keyboard_arrow_right
  • নিসির সপন দেখল সঘন
    নিসির সপন দেখল সঘন বিস্মিত হইল বড়ি । দিয়া দরসন পুন সে গমন এ কথা বিসম বড়ি।। রাধার দরশ করল পরশ অতি সে মগন চীত। জেমত জলের বিম্বিক মিলায়ে তাহার তৈছন রিত।। উঠি সুনাগর গুণের সাগর চিন্তিত হইয়া রয়। কিবা দেখি আজি নিসির সপন কহিলে কি জানি হয়।। সপন গমন সত্য নহে কভু ইহাই দেখল […] keyboard_arrow_right
  • নিসেধ নিলজ বনমালি
    নিসেধ নিলজ বনমালি। রাখালে না ভজে চন্দ্রাবলি।। হেম ঘট দেখিয়া পাউ ডরে। চোরার মন শাত পাচ করে। মাকড়ের হাথে নারিকল। খাইতে করে সাধ ভাঙ্গিতে নাহি বল।। সাপের মাথায় মণি জ্বলে। তাহা কি লইতে পারে বলে।। বড়ু কহে বাসলির বরে। চান্দ কি ধরিতে পারে বলে।। keyboard_arrow_right
  • নীকে যমুনা কুল নীকে নিপ মূল
    নীকে যমুনা কুল, নীকে নিপ মূল, নীকে ত্রিভঙ্গিম অঙ্গ মনোহর। নীকে বনমাল, বিলোল বিলোপন, মলয়জ উরে পর পীত বসন-বঁর।। মোহন মুরতিকে বলিহারি। ব্রজ যুবতিক চিত চকিত চোরায়ত রঙ্গে মলয়জ নেহাবি।। নীকে মণি ভূষণ কিরণ, বনায়ল অবনি অনঙ্কুর প্রতি অঙ্গ লাবণি। নীকে মুখচন্দ্র, চকোর দুহুঁ লোচন কুঞ্চিত অধরে মৃদু গায়নি।। নীকে শিখিচন্দ্র চিকুর পর সোহন, নব […] keyboard_arrow_right
  • নীন্দে ভরল অছ লোচন তোর
    নীন্দে ভরল অছ লোচন তোর। নোনুঅ বদন কমলরুচি চোর।। কঞোনে কুবুধি কুচ নখখত দেল। হা হা সম্ভু ভগন ভএ গেল।। কেস কুসুম ঝলুসরব সিন্দূর। অলক তিলক হে সেহ ঞো দুর গেল।। নিরসি ধূসর ভেল অধর পবার। কঞোনে লুলল সখি মদন ভঁড়ার। ভসই বিদ্যাপতি রসমতি নারি। করএ পেম পুনু পলটি নিহারি।। keyboard_arrow_right
  • নীরজ নয়নী লেয়ল বীণ
    নীরজ নয়নী লেয়ল বীণ সকল গুণক অতি প্রবীণ মধুর মধুর বাওত তাল মদনমোহন মোহিনী। ঝঙ্কৃত ঝন ঝনল ঝঙ্ক চলত অঙ্গুলি লোল তরঙ্গ কুটিল নয়নে করত চঙ্ক অঙ্গভঙ্গি শোহিনী।। ললিতা ললিত ধরত তাল মোহিত মদনমোহন লাল কহতহিঁ অতি ভালি ভাল রাধিকা গুণ-শালিনী। তরুণীগণ একহ ভেলি সকল যন্ত্র করল মেলি মুরলি খুরলি দেওত কান গমকি রাগ মালিনী।। […] keyboard_arrow_right
  • নীরদ নীল নয়ন নিন্দি নীরজ
    নীরদ নীল নয়ন নিন্দি নীরজ নীকে নেহারণি ছন্দ। নিরখিতে নিয়ড়ে নিতম্বিনি নীচল নিকসত নীবি-নিবন্ধ।। নাচত নন্দ-নন্দন নট-রাজ। নাগরি-নারি-নগরি নব-নাগরি নিরুপম নটিনি-সমাজ।। নলিনী-নাহ-নন্দিনি-নদি নীকট নীপ-নিকুঞ্জ-নিবাসি। নিতি নব-যৌবনি-নিধুবনে নন্দিত নিভৃত নিবাদন বাঁশি।। নামহি নারি নিকেতনে না রহু নৌতুন-নেহ-বিলাস। নিন্দহুঁ নিজ নিজ নাহ না হেরয়ে নিয়মিত গোবিন্দদাস।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ