বিদ্যাপতির পদাবলীতে রাজনামে যত ভণিতা আছে, তার বহুলাংশেই প্রায় রাজা শিবসিংহের কথা আছে। কবির প্রতি রাজার পৃষ্ঠপোষকতাই শুধুমাত্র এই বহুল ভণিতা -উচ্চারণের নিদান নয়। কবির সঙ্গে রাজার এতটাই প্রিয়ত্বের পরিমাণ ছিল, যেখানে রাজার দেওয়া দান-মানের ঊর্ধ্বে এমনই এক সম্পর্ক তৈরী হয়েছিল কবির সঙ্গে রাজার, যা প্রিয়ত্বের রূপ ধারণ করেছে বিদ্যাপতির ভণিতায়। শিবসিংহ বিদ্যাপতিকে প্রচুর সম্পত্তি […]
keyboard_arrow_right