বরণ দেখিলু শ্যাম জিনিয়াত কোটী কাম বদন জিতল কোটী শশী। ভাঙ ধনু-ভঙ্গী-ঠাম নয়ান-কোণে পূরে বাণ হাসিতে খসয়ে সুধারাশি।। সই, এমন সুন্দর বরকান। হেরিয়া সে মূরতি সতী ছাড়ে নিজ পতি তেয়াগিয়া লাজ ভয় মান।।ধ্রু।। এ বড় কারিগরে কুঁদিলে তাহারে প্রতি অঙ্গে মদনের শরে। যুবতী-ধরম ধৈর্য্য-ভূজঙ্গম দলন করিবার তরে।। অতি সুশোভিত বক্ষ বিস্তারিত দেখিলু দর্পণাকার। তাহার উপরে […]
keyboard_arrow_right