• শুনহ একু অব ধান মাধব
    শুনহ একু অব ধান মাধব গহনে পড়ু ধনি জীব রে। গুরুয়া বিরহে সে বিকল শশিমুখি লখই জনু দিনদীপ রে।।ধ্রু।। ধরণি ধামিনি ধূলি ধূসর ধনি না সম্বর চীর রে। মাহ শাঙন বরিখে যৈছন ঐছন নয়নক নীর রে।। শাসভরে কুচ- কুম্ভ উপর চীর থির নাহি থেহ রে। পবনে কম্পিত কনক ভূধর শিখরে শারদ মেহ রে।। শুনহ নাগর […] keyboard_arrow_right
  • শুনি বরনাগর সব গুণে আগোর
    শুনি বরনাগর সব গুণে আগোর সুতনু বিষম শর জ্বালা। মুখ বিধু ঝামর তপত শ্বাস ঝর ধূসর ভেল বনমালা।। অনুপম প্রেমকো দামা। গিরিধর বান্ধল যাহে মহাবল আনল যাঁহা কুল রামা।। তাহা যাই পেখল কুসুম তলপ তল সুতলি অতিক্ষীণ দেহা। জলধরে বিছুরল পড়ু ধরণীতল জনু দামিনী রুচি রেহা।। সহচরী কত কত করত যতন শত শশিমুখী চেতন লাগি। […] keyboard_arrow_right
  • শুনিতে হংসের বানি সে নব রমনি ধনি
    শুনিতে হংসের বানি সে নব রমনি ধনি ছল ছল কমলিনি আখি। “কহত তাহার রিত আমাতে আছয়ে চিত পুন কি হেরব প্রাণসখি ।।” হংস কহে পুন বেরি– “শুনহ কিশোরি গুরি, কহিল তোমার নিজ পায়। তেজিয়া তোমার লেহা কেবোল একেক দেহা কেবোল তোমার গুণ গায়।।” শুনিতে হংসের বোল নয়নে গলয়ে লোর সঙরি সে শ্যামের পীরিতি। সখির বচন […] keyboard_arrow_right
  • শ্যমরগুণগ্রহ বিনা নাহি জগমহ
    শ্যমরগুণগ্রহ বিনা নাহি জগমহ বিহিক বিশদ নিরমাণ। রতিপতি বৈরী কণ্ঠে যব অনুখণ ফুরয়ে তাহে কিয়ে আন।। শুন শুন শুন বৃষভানু কুমারি। সো পুন তোহারি বশ অতয়ে বিমল যশ জগজনে কেবল তোহারি।।ধ্রু।। সুরত রতনখনি কত শত সুরমণী মণিময় মন্দির ছোড়ি। তোহারি মিলন যাঁহা সোই নিকুঞ্জমাহা পন্থ নেহারত তোরি।। তছুকর বিরচিত হার সফল কর পহিরহ নিরমল বাস। […] keyboard_arrow_right
  • শ্যাম-অভিসারে চললি সুন্দরি ধনি
    শ্যাম-অভিসারে চললি সুন্দরি ধনি নব নব রঙ্গিণি সাথে। বাম-শ্রবণ-মূলে শতদল পঙ্কজ কামজয়-ফুলধনু হাথে।। ভালহি সিন্দুর ভানু-কিরণ জনু তহিঁ চারু চন্দন-বিন্দু। মুখ হেরি লাজসে সায়রে লুকায়ল দিনে দিনে খীণ ভেল ইন্দু।। করি-রদ-বিরচিত চারু ভূষণ করে মদন জিনিয়া ধনি সাজ। চরণহি নূপুর মুখর মনোহর রতি-জয়-বাজন বাজ।। ললিতাদি সখি মিলি মঙ্গল-হুলাহুলি শ্যাম-দরশ-রস-আশে। দোঁহে দোঁহা হেরইতে দুহুঁ চিত পুলকিত […] keyboard_arrow_right
  • শ্যামক শয়ন-সমীপে সুধা-মুখি
    শ্যামক শয়ন- সমীপে সুধা-মুখি চলইতে সুমধুর মঞ্জির বাজ। রাই-মুখ হেরি সমাদরে আগুসরি করে ধরি মীলল নাগর-রাজ অপরূপ দুহুঁক বিলাস। দুহুঁ দোহাঁ-পরশ- সুধা-রস-লালসে কুসুম শয়নে করু বাস।।ধ্রু।। নিবিড় আলিঙ্গনে তনু তনু মিলনে দুহুঁ তনু ভেল অভেদ। দুহুঁ মীলিত জনু কীলিত স্মর-শরে মীটল চির-দিন-খেদ।। দুহুঁ বিম্বাধর দশনে বিখণ্ডিত মণ্ডিত নখ-পদে অঙ্গ। গুরুতর-শ্বাস- সমীরণে উথলল মনসিজ-সিন্ধু-তরঙ্গ।। চরণে চরণ […] keyboard_arrow_right
  • সই কেবা শুনাইল শ্যাম-নাম
    “সই, কেবা শুনাইল শ্যাম-নাম। কাণের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ।।ধ্রু।। না জানি কতেক মধু শ্যাম-নামে আছে গো বদন ছাড়িতে নাহি পারে। জপিতে জপিতে নাম অবশ করিল গো কেমনে পাইব, সই, তারে।। নাম-পরতাপে যার ঐছন করিল গো অঙ্গের পরশে কিবা হয় । যেখানে বসতি তার নয়নে দেখিয়া গো যুবতি-ধরম কৈছে রয়।। পাশরিতে […] keyboard_arrow_right
  • সই কেবা শুনাইলে শ্যাম নাম
    সই কেবা শুনাইলে শ্যাম নাম। কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ।। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো বদন ছাড়িতে নাহি পারে। জপিতে জপিতে নাম অবশ করিল গো কেমনে বা পাসরিব তারে।। নামপরতাপে যার ঐছন করিল গো অঙ্গের পরশে কিবা হয়। যেখানে বসতি তার নয়নে দেখিয়া গো যুবতী ধরম কৈছে […] keyboard_arrow_right
  • সই হের আসি দেখসিয়া
    সই, হের আসি দেখসিয়া।। নবীন নাগরী নাগরের কোলে আছে অরোপিত হৈয়া।। লখিতে লখিতে আঁখির পুতলি সে অঙ্গে নাহিক থাকে। বড় অপরূপ কিবা রসকূপ অমিয়া বরিখে লাখে।। দেখ না চাইয়া দুঁহু রূপখানি এমতি না দেখি কতি। বহু দিন থাকি গোকুল নগরে না শুনি না দেখি রতি।। যেমন নাগর নাগরী তেমন দুঁহো শোভিয়াছে ভাল। নব বৃন্দাবন যত […] keyboard_arrow_right
  • সই, কেবা শুনাইলে শ্যাম নাম
    সই, কেবা শুনাইলে শ্যাম নাম। কাণের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ।। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো বদন ছাড়িতে নাহি পারে। জপিতে জপিতে নাম অবশ করিল গো কেমনে পাইব সই তারে।। নাম পরতাপে যার ঐছন করিল গো অঙ্গের পরশে কিবা হয়। যেখানে বসতি তার নয়নে দেখিয়া গো যুবতী ধরম […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ