• বন্ধু ইবে সে জানিলাম তোমা
    বন্ধু ইবে সে জানিলাম তোমা। দু-আঁখি থাকিতে নয়ানে আন্ধুয়া না চিন পিতল সোণা।। বন্ধু রজত ডারিয়া দূরে। আদর করিয়া রাঙ্গের পসরা তুলিয়া লৈয়াছ শিরে।। বন্ধু এমন হইলে কেনে। জগতে জানয়ে শ্রীমধুসূদন তাহা গেল এত দিনে।। বন্ধু হেন হৈলে কার বোলে। নবীন কমল দূরে পরিহরি মাতিলে শিমলি-ফুলে।। বন্ধু এ নহে উত্তম কাজ। ধনঞ্জয় বোলে কি আর […] keyboard_arrow_right
  • বন্ধু কানাই তোমার চরিত এত দূর
    বন্ধু কানাই, তোমার চরিত এত দূর। সে হিন কিশোরী রাধা তো বিনু হইয়া আধা তুমি কেনে এতেক নিঠুর।। চম্পকবরণী ধনী লাখ বাণ হেম গণি সে রাধা মলিন মুখচাঁদে। গিয়া নিপ তরুমূলে লোটাইয়া ভূমিতলে নিশি দিশি পিয়া বলি কান্দে।। খলিত নয়নজলে সে অঙ্গ ভাসিয়া চলে তিতে অঙ্গ নীলের বসন। খঞ্জন-নয়নী রাই কান্দিয়া আকুল তাই দেখি যেন […] keyboard_arrow_right
  • বন্ধু কানাই, তুমি বড়ি কঠিন পরাণ
    “বন্ধু কানাই, তুমি বড়ি কঠিন পরাণ। যে জন তোমারে ভজে তারে ছাড় কোন কাজে ইহা নহে বিধির বিধান।। কেবোল তোমার ধ্যান মনে নাহি লাগে আন পাঁজর ঝাঝর সম কায়। দেখিল এমন কাজ পড়িয়া ধরনি মাঝ পিয়া বলি ধুলায় লোটায়।। মালতি লতার তলে বসি গিঞা কুতূহলে করিতে আছিল কিছু গান। হেনক সময় কালে আমারে কপট বলে […] keyboard_arrow_right
  • বন্ধু কি আর বলিব আমি
    বন্ধু, কি আর বলিব আমি। তোমা হেন ধন অমূল্য রতন তোমার তুলনা তুমি।। তুমি বিদগধ গুণের সাগর রূপের নাহিক সীমা। গুণে গুণবতী বেন্ধেছ পীরিতি অখল ব্রজের রামা।। জাতি কুল দিয়া আপনা নিছিয়া শর‍ণ লইয়াছি। যে কর সে কর তোমার বড়াই এ দেহ সঁপিয়াছি।। আনের আনেক আছে কত জন রাধার কেবল তুমি। ও দুটি চরণ শীতল […] keyboard_arrow_right
  • বন্ধু কেন নিদয়া হইল গো বন্ধু
    বন্ধু কেন নিদয়া হইল গো বন্ধু। পিরিতি করিয়া আমারে ছাড়িয়া, পরাণী লইয়া বন্ধু কই লুকাইল।। হায় গো আগে না জানিয়া, সুখের লাগিয়া, পিরিতি করিয়া এমনে জ্বালা হইল। আমি হইয়া তার সাথী, বিনাশিলাম জাতি, চঞ্চলমতি বন্ধে কেন বানাইল।। শুন সখী তোরা রাধার মন চোরা হইয়াছে হারা আজ বহুদিন হল। তোরা যদি পার, গিয়ে তারে ধর, নইলে […] keyboard_arrow_right
  • বন্ধু ঘরে হইতে শুনিয়াছি মুরলীর গান
    বন্ধু ঘরে হইতে শুনিয়াছি মুরলীর গান। আহিরী রমণী কুলে দিল সমাধান।। হরিল সবার মন মুরলীর তানে। সতী কুলবতী হেন বধিলে পরাণে।। তোমার মুরলীরব শুনিয়া শ্রবণে। যুবতী তেজিয়া পতি প্রবেশে কাননে।। অপরূপ শুনিয়াছি মুরলীর নাদ। শিখিব বিনোদ বাঁশি করিয়াছি সাধ।। শিখাও পরাণ-বন্ধু যতনে শিখিব। জানাইয়া দেহ ফুক মুরলীতে দিব।। অঙ্গুলী লোলায়ে বঁধু দেহ হাতে হাত। বাজাইতে […] keyboard_arrow_right
  • বন্ধু চল সেইখানে
    বন্ধু চল সেইখানে। ভরসা যে হারাইয়া পায়্যাছি বিহানে।। যামিনী জাগিয়া তোমার গদগদ বাণী। কত না পিরীতি দিয়া বান্ধিল রমণী।। তাহার শপতি লাগে নাহি বৈস কাছে। সেই প্রিয় কলাবতী দেখে সিয়া পাছে।। করণ কথন মন তিন তব ভিন। বাহির অন্তর তোমার সকল মলিন।। মরুক মনের কথা কহে যেবা জনে। তোমার পিরীতি যেন নিশার স্বপনে।। keyboard_arrow_right
  • বন্ধু তুমি আমার ইয়ার প্রাণধন তুমি বিনে শূন্য দেখি মধুর বৃন্দাবন
    বন্ধু তুমি আমার ইয়ার প্রাণধন তুমি বিনে শূন্য দেখি মধুর বৃন্দাবন। যথায় তথায় যাওরে বন্ধু রাখিও স্মরণ, তুমি বিনে অভাগিণীর কে আছে আপন। তোমাতে সপিয়াছি জীবন যৌবন, যা বলুক তা বলুক লোকে ছার্‌ব না কখন। ভেবে অভয় দাসে বলে যদি হয় মরণ, তবু না ছাড়িব বন্ধু তোমার শ্রীচরণ। keyboard_arrow_right
  • বন্ধু তোমায় কি বলব আন
    বন্ধু তোমায় কি বলব আন। যে বলু সে বলু লোকে তুমি সে পরাণ।। তোমার কলঙ্ক বন্ধু গায় সর্ব্ব লোকে। লাজে মুখ নাহি তুলি সতীর সমুখে।। এ বড় দারুণ শেল সহিতে না পারি। সামঞ্জসা সহ প্রেম এই দুঃখে মরি।। বলরাম দাস বলে ভাঙ্গিল বিবাদ। সকল নিছিয়া লিনু তব পরিবাদ।। keyboard_arrow_right
  • বন্ধু তোমার কথায় বিকাইলাম আমি
    বন্ধু তোমার কথায় বিকাইলাম আমি। প্রেম দঢ়াইতে কবজ চাহিলাম নফর হইলে তুমি।। তুমি রসময় সরল হৃদয় নিছনি লইঞা মরি।। ও চান্দ-মুখের বচন শুনিঞা পরাণ ধরিতে নারি।। আমি বলাহক তুমি সে চাতক বুঝিঞা ভাঙ্গিল ধান্দা। দুখ দূরে গেল এত দিনে হল্য পরাণে পরাণে বান্ধা।। আমরা সকল অবলা অখল তোমারে সোঁপিলুঁ দেহ। দীনবন্ধু ভণে জীবনে মরণে তুমি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ