বন্ধু চল সেইখানে।
ভরসা যে হারাইয়া পায়্যাছি বিহানে।।
যামিনী জাগিয়া তোমার গদগদ বাণী।
কত না পিরীতি দিয়া বান্ধিল রমণী।।
তাহার শপতি লাগে নাহি বৈস কাছে।
সেই প্রিয় কলাবতী দেখে সিয়া পাছে।।
করণ কথন মন তিন তব ভিন।
বাহির অন্তর তোমার সকল মলিন।।
মরুক মনের কথা কহে যেবা জনে।
তোমার পিরীতি যেন নিশার স্বপনে।।