বন্ধু কানাই, তোমার চরিত এত দূর।
সে হিন কিশোরী রাধা তো বিনু হইয়া আধা
তুমি কেনে এতেক নিঠুর।।
চম্পকবরণী ধনী লাখ বাণ হেম গণি
সে রাধা মলিন মুখচাঁদে।
গিয়া নিপ তরুমূলে লোটাইয়া ভূমিতলে
নিশি দিশি পিয়া বলি কান্দে।।
খলিত নয়নজলে সে অঙ্গ ভাসিয়া চলে
তিতে অঙ্গ নীলের বসন।
খঞ্জন-নয়নী রাই কান্দিয়া আকুল তাই
দেখি যেন অরুণ বরণ।।
জীয়ে কি না জীয়ে রাই কহিল তোমার ঠাঁই
পরদশা আসি উপজিল।
বড়ই কঠিন দেখি শুনহ কমল আঁখি
তুরিত গমনে তুমি চল।।
আছে যদি রাইএ কাজ তুরিতে সেখানে সাজ
দেখ গিয়া ধনী বিরহিণী।
তুয়া দরশন আশে তেঁই সে পারণ আছে
চণ্ডীদাস ভাল মতে জানি।।