বন্ধু রে তোর প্রেমের মালা দেও রে আমার গলে, পইরিয়া বেড়াইতাম আমি গোকুল নগরে রে। ধু। তোর নামের ভিখারী হইয়া মাঙ্গিয়া যদি খাই, ও রে এই জনমের মত আমার সুখের সীমা নাই রে।। লোকে যদি বলে তোমার প্রিয়া থাকে কই রে, আমি বলমু আমার কোলে তার কোলে মুই রইরে।। জাতি কুল সরম ভরম করিমু তেয়াগ; […]
keyboard_arrow_right