• বন্ধুরে কহিয় মোর কথা
    বন্ধুরে কহিয় মোর কথা। আনলে পশিব যদি না আইসে এথা।। মরণঅধিক ভেল এ ছার জীবন। তোমা বিনু দগ্ধ যেন দাবানলে বন।। নহেতু কহয়ে যদি এ দুখ এড়াই। সোঙরিয়া চাঁদমুখ তবে মরি যাই।। জ্ঞানদাস কহে দুখ না কর ভাবন। নিচয়ে মিলব জান তোমার প্রাণধন।। keyboard_arrow_right
  • বন্ধুরে দেখিতে যাব আমি গো নদীয়া
    বন্ধুরে দেখিতে যাব আমি গো নদীয়া, পাইলেতারে জিজ্ঞাসিব পায়েতে ধরিয়া। শুন শুন ওহে নাথ শুন মন দিয়া, ছাড়িয়া আসিলে মোরে কি দোষ দেখিয়া।। শত দোষের দোষী আমি আছিত জানিয়া, ক্ষমা চাই তব পদে বিনয় করিয়া।। দয়াকর মোর প্রতি দুঃখিত জানিয়া, নহেত মরিব আমি ভ্রমিয়া ভ্রমিয়া।। রউফ বলে বল তার পায়েতে ধরিয়া, মরণ সময়কালে দেখে যে […] keyboard_arrow_right
  • বন্ধে কেন ভিন্ন ভাসে মোরে প্রাণ সই গো লাগাল পাইলে জিজ্ঞাসিও তারে
    বন্ধে কেন ভিন্ন ভাসে মোরে প্রাণ সই গো লাগাল পাইলে জিজ্ঞাসিও তারে। সই গো সই আমার বাড়ীর ধারে দিয়া, মোহন বাঁশী বাজাইয়া সদায় বন্ধে আসা যাওয়া করে, জিজ্ঞাসিলে কয়না কথা, লুকাইয়া যায়গা মাথা, আমার সনে শব্দ নাহি করে। সই গো সই এত ছিল ভালবাসা, প্রাণে প্রাণে মিলামিশা,কত যত্নে রেখেছিল মোরে, কৈ গেল সেই ভালবাসা, আমারে […] keyboard_arrow_right
  • বন্ধে মোরে দিয়া গেল ফাকি গো সখি
    বন্ধে মোরে দিয়া গেল ফাকি গো সখি ! বন্ধে মোরে দিয়া গেল ফাকি। (চিতাঙ্গ) বাড়াইয়া পিরীতি শিখাইল রীতি নীতি কেন বন্ধে ঘটাইল দুর্গতি শিখাইয়া প্রেম খেলা লুকাইলে কই ওরে কালা তোমার প্রেমে হইলাম দেশান্তরী। হইলাম পাগলের বেশ তবু তোর না পাই উদ্দেশ বল এখন কেমনে জীবন রাখি। নিত্য আসে নিত্য যায় ত্রিপুন্নিতে মধু খায় অভাগিনী […] keyboard_arrow_right
  • বন্ধের লাগিয়া ফিরি করি অন্বেষণ
    বন্ধের লাগিয়া ফিরি, করি অন্বেষণ, কেবল প্রেমের কারণ। কামানলে অঙ্গ জ্বলে না যায় সহন। বিরহিনী হৈয়া ফিরি ব্যাকুল মন।। নগরে বাজারে ফিরি প্রতি ঘরেঘর। বিচ্ছেদের আনলে মোর শোষিল পাঞ্জর।। রসিক বন্ধুয়া তুই জগতে রুশন। প্রেম শোকী হইয়া ফিরি দেও দরশন।। তোর প্রেমে তুষ্ট যত প্রেমিকের মন। আনন্দিত তোর প্রেমে জগত ভুবন।। একারূপে প্রেম খেলা না […] keyboard_arrow_right
  • বন্ধের লাগি হইলাম উদাসিনী ও প্রাণ সজনী
    বন্ধের লাগি হইলাম উদাসিনী ও প্রাণ সজনী। (চিতাঙ্গ) বন্ধুয়ার ভাবে জীবন গেল ভবে মিছামিছি হইলাম কলঙ্কিনী।। আমি ত অবলা নারী যৌবন জ্বালায় জ্বলিয়া মরি যৌবন হইল প্রাণের বৈরী। কি করিব কোথায় যাব প্রাণ বন্ধুরে কোথায় পাব কে মোরে করিব মেহেরবানি।। বন্ধের কথা মনে হইলে বুক ভাসিয়া যায় নয়ন জলে ঝুরিয়া মরি দিবস ও রজনী। কি […] keyboard_arrow_right
  • বন্ধের সঙ্গিনী হইয়া মুই না লইলু ছায়া
    বন্ধের সঙ্গিনী হইয়া মুই না লইলু ছায়া, বন্ধু বিনে নিষ্ফলন্ত কায়া। কি দোষে ছাড়িয়া গেলে অঙ্গেতে আনল জ্বলে, অন্তরে দগধে মোর হিয়া। চিকণ কালিয়া চান্দে ঠেকাইল প্রেম ফান্দে, ছাড়ি গেল উদাসী করিয়া। নিদয়া নিষ্ঠুর তুই অন্ধকারে বসি মুই, ডাকি বন্ধু আকুলিত হৈয়া। অন্বেষণ করি তরে চলি যাইমু দেশান্তরে যথা পাইমু শ্যাম বিনোদিয়া। প্রাণবন্ধু রসিয়া নিকুঞ্জতে […] keyboard_arrow_right
  • বয়স সমান সঙ্গে নব রঙ্গিণি
    বয়স সমান সঙ্গে নব রঙ্গিণি সাজলি শ্যাম-দরশ-রস-লোভে। কোই রবাব মুরজ সরমণ্ডল বীণ উপাঙ্গ হাত পর শোভে।। ভালে বনি আওয়ে বৃষভানুতনি । চরণ-কমল-তলে অরুণ বিরাজিত মঞ্জির-রঞ্জিত মধুর-ধনি।। গতি অতি মন্থর নব যৌবন ভর নীল বসন মণি-কিঙ্কিণি বোলে। গজ-অরি-মাঝরি উপরে কনয়া-গিরি বীচহি সুরধুনি মুকতা-হিলোলে।। রবি-মণ্ডল ছবি জিনি মণি-কুণ্ডল সুন্দর সিন্দুর ভালিরে ভালে। গোবিন্দদাস কহ ভূলল অলিকূল বেঢ়ল […] keyboard_arrow_right
  • বর নাগর সাজই নাগরী বেশা
    বর নাগর সাজই নাগরী বেশা। মুকুট উতারি সীথি সমারল বেণী বিরচিত কেশা।। চন্দন ধোই সিন্দূর ভালে রঞ্জই লোচনে অঞ্জন অঙ্কা। কুণ্ডল খোলি কর্ণফুল পহিরল ভরি তনু কেশর পঙ্কা।। বেসর খচিত শতেশ্বরী পহিরল চুড়ি কনক কর কঞ্জে। চরণ কমল পাশে যাবক রঞ্জল তা পর মঞ্জির গঞ্জে।। কাঁচুলি মাঝে কদম্ব কুসুম ভরি আরম্ভল কুচ আভা। অরুণাম্বর বর […] keyboard_arrow_right
  • বর বৌরাহ উমাকে
    বর বৌরাহ উমাকে সোচহিঁ নারি নিহারি।। ফনি মনি মৌলি বিরাজিত সির সুরসরি বহু ধার। ভাল বিসাল সুধাকর, কর ত্রিসুল ত্রিপুরারি।। বাহন বসহা দিগম্বর পরিজন ভূত বেতাল। আক ধথুর বিস ভোজন বিজয়া প্রান অধার।। কহ ঋসিরানি রজাসৌ কন্যা রহলি কুমারি। দুলহিনি জোগ বর দুল্লহ নহিঁ দুলহিনি বড়ি সুকুমারি।। কহ জগজননী জননীসৌঁ চিন্তা ছারু হমারি। জতএ জাএব […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ