বিনা দরশনে অঙ্গ জ্বলিয়া হইল ছারখার, মনের দুক্ষ রইল মনে কলঙ্কী রাধার। ধু প্রেম শিখাইয়া শিশুকালে, কুলের বার করিয়া নিলে, না রাখিলে জাতের বিচার; হায় রে একুল সেকুল গেল গলায় কলঙ্কের হার। যে যারে কলঙ্কী করে সে যদি না দয়া ধরে, অন্যে কি তার করিবে বিচার। হায় রে মায়ের কুলে শিশু মইলে শেষে দুক্ষ লাগে […]
keyboard_arrow_right