• বিলাস সম্বরি নাগর নাগরী
    বিলাস সম্বরি নাগর নাগরী বসিলা কুসুম শেজে। শ্রমেতে আকুল খসল দুকূল কিশোরী বিকল লাজে।। বিলাস মন্দিরে গবাক্ষদুয়ারে রহিয়া সকল সখী। মনের উল্লাসে দেখিয়া বিলাসে শীতল হইল আঁখি।। দেখি অবসরে সখিনী সত্বরে পশিলা বিলাসঘরে। দোঁহারে লইয়া যতন করিয়া ছরম করল দূরে।। সুশীলা সুন্দরী নীরে পূরি ঝারি দেঅল দোঁহার করে। উঠিয়া দুজন পাখালি বদন বসন ভূষণ পরে।। […] keyboard_arrow_right
  • বিশাখা সখীরে দেখি ঢুলু ঢুলু করে আঁখি
    বিশাখা সখীরে দেখি ঢুলু ঢুলু করে আঁখি বলিতে বচন নাহি স্ফুরে। অন্তরে আছয়ে ভয় কহিলে কি জানি হয় ধরিল তাহা দু-টি করে।। শুন ত নাগর ওহে কি কথা কহিবে মোহে কহ তুমি করিয়া নিশ্চয়। রাধা রাজ-নন্দিনী তাহার সঙ্গিনী আমি আমি যাব তাহারি আলায়।। এ কথা শুনিয়া হরি কহে কথা ধীরি ধীরি তাহার লাগিয়া প্রাণ ঝুরে। […] keyboard_arrow_right
  • বিশ্বম্ভর গাছ তার কাতুরি গদাধর
    বিশ্বম্ভর গাছ তার কাতুরি গদাধর। নিত্যানন্দ জাঠি তার ফিরে নিরন্তর।। অভিরাম সারঙ্গ তায় বলদ একজুড়ি। চালায় সরকার ঠাকুর হানি প্রেমনড়ি।। গুণ বাঁধা গায়েন বায়েন সব ফিরে। হরিনাম ইক্ষুরস দরদরাইতে পড়ে।। যে পায় সে খায় রস কেহ না আলয়। যত তত খায় তবু পেট না ভরয়।। রূপ সনাতন তাহে রসের বাড়ই। নানা মতে করে পাক যার […] keyboard_arrow_right
  • বিশ্বম্ভরমূর্ত্তি যেন মদন সমান
    বিশ্বম্ভরমূর্ত্তি যেন মদন সমান। দিব্য গন্ধ মাল্য দিব্য বাস পরিধান।। কি ছার কনকজ্যোতি সে দেহের আগে। সে বদন দেখিতে চাঁদের সাধ লাগে।। সে দন্তের কাছে কোথা মুকুতার দাম। সে কেশ দেখিয়া মেঘ ভৈগেল মৈলান।। দেখিয়া আয়ত দুই কমলনয়ান। আর কি কমল আছে হেন হয় জ্ঞান।। সে আজানু ভুজ দুই অতিহুঁ সুন্দর। সে ভুজ দেখিয়া লাজ […] keyboard_arrow_right
  • বিষম বাঁশীর কথা কহনে না যায়
    বিষম বাঁশীর কথা কহনে না যায়। ডাক দিয়া কুলবতী বাহির করয়।। কেশে ধরি লৈয়া যায় শ্যামের নিকটে। পিয়াসে হরিণী যেন পড়য়ে সঙ্কটে।। হারে সই, শুনি যবে বাঁশীর নিশান। গৃহ-কাজ ভুলি প্রাণ করে আনচান।। সতী ভুলে নিজ পতি মুনি ভুলে মন। শুনি পুলকিত হয় তরুলতাগণ।। কি হবে অবলা জাতি সহজে সরলা। কহে চণ্ডীদাস সব নাটের গুরু […] keyboard_arrow_right
  • বিষম বাঁশীর কথা কহনে না যায়
    বিষম বাঁশীর কথা কহনে না যায়। ডাক দিয়া কুলবতী বাহির করয়।। কেশে ধরি লৈয়া যায় শ্যামের নিকটে। পিয়াসে হরিণ যেন পড়য়ে সঙ্কটে।। হারে সই, শুনি যবে বাঁশীর নিশান। গৃহ-কাজ ভুলি প্রাণ করে আনচান।। সতী ভুলে নিজ পতি মুনি ভুলে মৌন। শুনি পুলকিত হয় তরু-লতাগণ।। কি হবে অবলা জাতি সহজে সরলা। কহে চণ্ডীদাস সব নাটের গুরু […] keyboard_arrow_right
  • বিষম বাঁশীর কথা কহিলে না হয়
    বিষম বাঁশীর কথা কহিলে না হয়। ডাক দিয়া কুলবতী বাহির করয়।। কেশে ধরি লৈয়া যায় শ্যামের নিকটে। পিয়াসে হরিণী যেন পড়য়ে সঙ্কটে।। সতী ভুলে নিজ পতি মুনির ভুলে মন। শুনি পুলকিত হয় তরুলতাগণ। কি হবে অবলা জাতি সহজে সরলা। কহে চণ্ডীদাস সব নাটের গুরু কালা।। keyboard_arrow_right
  • বিষম বিধুন্তুদ বদনে পড়ল বিধু
    বিষম বিধুন্তুদ বদনে পড়ল বিধু বধুগণ বোলত রাম। সবহুঁ বরজ-জন দ্বিজগণে দেওত রতন বসন অনুপাম।। দশ দিকে উঠল জয় জয় রোল। কোই কোই গাওত কোই বাজাওত নিকটহি না শুনিয়ে বোল।।ধ্রু।। ঐছন সময়ে একেশ্বরি সাজল হরি-সঙ্গম-সুখ সাধে। যৌবন দান শ্যাম-ধনে দেওত দূর করি কুল-মরিযাদে।। কুঞ্জ-ভবনে অনু- রাগিণি পৈঠল কানু সঞে গলে গলে লাগ। চন্দ্রশেখরে ভণে মঝু […] keyboard_arrow_right
  • বিষম বিশিখ সম কুটিল কটাখ
    বিষম বিশিখ সম কুটিল কটাখ। ভাখই চাহ তবহু নাহি ভাখ।। শুনি শুনি পিয় মুখ মধুরিম বোল। সঘন হু হু করি শীষহি দোল।। পুলকে ভরয়ে তনু ঝরয়ে নয়ান। তবহু না দেই অধরমধুপান।। সখীগণ ইঙ্গিত নয়নচকোর। মাধব ধওল পটাঞ্চল ওর।। পালটি বদন ধনী দেওলি পিঠ। তবহু না তেজই নাগর ঢিঠ।। লহু লহু ঘোঙ্গট করয়ে উঘাড়। তৈখনে হসই […] keyboard_arrow_right
  • বিষম হইল কালার প্রেম লাগে শেলি
    বিষম হইল কালার প্রেম লাগে শেলি। ঝুড়িয়া ঝুড়িয়া কান্দে পরাণ-পুতলী।। যত যত পিরিতি করিয়াছে মোরে। আঁখরে আঁখরে লেখা হিয়ার ভিতরে।। হাসিয়া পাঁজর কাটা কইয়াছে কথা খানি। সোঙারিতে চিতে উঠে আগুনের খনি।। নিরবধি বুকে থুইয়া চায় চোখে চোখে। এ বড় দারুণ শেল ফুটি রইল বুকে।। হিয়ায় ধরিয়া কবে দেখিব মুখখানি। বলরাম বলে হিয়ায় দারুণ আগুনি।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ