বিষম বিধুন্তুদ বদনে পড়ল বিধু
বধুগণ বোলত রাম।
সবহুঁ বরজ-জন দ্বিজগণে দেওত
রতন বসন অনুপাম।।
দশ দিকে উঠল জয় জয় রোল।
কোই কোই গাওত কোই বাজাওত
নিকটহি না শুনিয়ে বোল।।ধ্রু।।
ঐছন সময়ে একেশ্বরি সাজল
হরি-সঙ্গম-সুখ সাধে।
যৌবন দান শ্যাম-ধনে দেওত
দূর করি কুল-মরিযাদে।।
কুঞ্জ-ভবনে অনু- রাগিণি পৈঠল
কানু সঞে গলে গলে লাগ।
চন্দ্রশেখরে ভণে মঝু মনে এতি খণে
চাঁদে লাগল উপরাগ।।