বিষয়ে সকলে মত্ত নাহি কৃষ্ণনাম-তত্ত্ব
ভক্তিশূন্য হইল অবনী।
কলিকাল-সর্প-বিষে দগ্ধ জীব মিথ্যারসে
না জানয়ে কেবা সে আপনি।।
নিজকন্যা-পুত্রোৎসবে ধন-ব্যয় করে সভে
নাহি অন্য শুভ কর্ম্মলেশ।
যক্ষ পূজে মদ্য মাংসে নানা মতে জীব হিংসে
এই মত হৈল সর্ব্বদেশ।।
দেখিয়া করুণা করি কমলাক্ষ নাম ধরি
অবতীর্ণ হৈলা গৌড় দেশে।
ব্রজরাজ-কুমার সাঙ্গোপাঙ্গে অবতার
করাইব এই অভিলাষে।।
সর্ব্ব-আগে আগুয়ান জীবের করিতে ত্রাণ
শান্তিপুরে করিলা প্রকাশ।
সকল দুষ্কৃতি যাবে সভে কৃষ্ণ-প্রেম পাবে
কহে দীন বৈষ্ণবের দাস।।