বিরহিণী আকুলি ভূতলে সূতলি
সখিগণ ধরই না পারি।
সহচরি দুখে রোখ ভরি দুরত
বিহি সনে দেত গারি।।
হরি হরি কাহে বাড়ায়লু লেহা।
কানুক লাগি বধ ভাগি হোয়লুঁ
খোয়লুঁ রাইক নেহা।।
তব সহচরি মেলি ভাবনা ভাবই
করতহি এক অনুমান।
রাই শ্রবণ পর শ্যাম শ্যাম করি
করতহিঁ নব রস গান।।
শ্যামনাম শুনি চমকি উঠিল ধনি
সখিগণ দেয়ত কোর।
গোবিন্দদাস চলুঁ রাই বিপতি দেখি
বুঝাইতে শ্যাম কিশোর।।