বেশ বনাইছে শ্যাম। রাই বাম করে দিয়াছে মুকুরে চূড়া বাঁধি অনুপাম।। মুকুতার মালে বেড়িয়া বসনে মাঝারে প্রবাল-পাঁতি। তাহার উপরে কুন্দের কলিকা কি তার দেখিলা ভাতি।। তার পরিমল পেয়ে অলিকুল ধাইয়া পড়িছে তায়। তাহার উপরে মাণিক গাঁথুনি দেখি মন মুরছায়।। নব নব নব বরিহ-শিখর দেওলি চূড়ার’পরে। নয়ন-অঞ্জন আতি সুশোভন আকর্ণ পূরিত ধরে।। সিথার সিন্দূর মুছিয়া তিলক […]
keyboard_arrow_right