• বেলি-অবসানে সহচরী সনে
    বেলি-অবসানে সহচরী সনে করত বিবিধ বেশ। চিকুর আঁচড়ি বনাল্য কবরী যতনে বান্ধিল কেশ।। কিবা সে লোটন-গোটা। কুঙ্কুমে মাজল বদন উজ্জ্বল তাহাতে সিন্দূর –ফোঁটা।।ধ্রু।। অলকা তিলকে আধ ঝলকে সাজনি বদন-চান্দে। দেখিয়া বদন ফাঁফর মদন ঝুরিয়া ঝুরিয়া কান্দে।। জটিলা তখন কহিছে বচন কলসী করহ কাঁখে। যমুনার তীরে ভরি আন নীরে দিনমণি যেন থাকে।। শুনিয়া তখন কহিছে বচন […] keyboard_arrow_right
  • বেলী অবসানে বসিল ধনী
    বেলী অবসানে বসিল ধনী। কেনে বা কি লাগি আকুল প্রাণী।। যেন কেহ কার করিল চুরী। মরিতে আইসে তরাসে মরি।। জনধন গৃহ না লয় মনে। কি জানি কি লাগি এমনি কেনে ।। হেনই সময়ে বাজিল ঢেরী। ফুকারিয়া কহে সকল বাড়ী।। প্রভাতে উঠিয়া গোকুল বাসী। দধি দুগ্ধ ঘৃত পূরিয়া রাশি।। কৃষ্ণ বলরাম লইয়া সঙ্গ। মথুরা যাইবে না […] keyboard_arrow_right
  • বেশ বনাইছে শ্যাম
    বেশ বনাইছে শ্যাম। রাই বাম করে দিয়াছে মুকুরে চূড়া বাঁধি অনুপাম।। মুকুতার মালে বেড়িয়া বসনে মাঝারে প্রবাল-পাঁতি। তাহার উপরে কুন্দের কলিকা কি তার দেখিলা ভাতি।। তার পরিমল পেয়ে অলিকুল ধাইয়া পড়িছে তায়। তাহার উপরে মাণিক গাঁথুনি দেখি মন মুরছায়।। নব নব নব বরিহ-শিখর দেওলি চূড়ার’পরে। নয়ন-অঞ্জন আতি সুশোভন আকর্ণ পূরিত ধরে।। সিথার সিন্দূর মুছিয়া তিলক […] keyboard_arrow_right
  • বেশ করে প্রিয় সহচরী
    বেশ করে প্রিয় সহচরী। সাজায়ল নবীন কিশোরী।। ত্বরিতে চলল কুঞ্জ পথে। প্রিয় সহচরীগণ সাথে।। গতি যেন মরালের বঁধু। ধরণীতে চলে যেন বিধু।। রাই মুখ শশধর বলি। চকোর ধাইল আর অলি।। রাই করে দোহারে বারণ। আঁচরে ঝাঁপি নিজ বদন।। প্রবেশিল নিকুঞ্জ মন্দিরে। মিলল শ্যাম সুনাগরে।। বলরাম দাস কহে দোঁহে ভোর। বৈঠল বন্ধুয়াক কোর।। keyboard_arrow_right
  • বেশ ধরি নাপিতানী চলিল নাগর-মণি
    বেশ ধরি নাপিতানী চলিল নাগর-মণি আনন্দিত হঞা বড় মন। পদ আধ চলি যায় পুলকিত সব গায় রাধা-পদ-সেবার কারণ।। গোকুল নগর হৈতে আইলা সে জাবটেতে রাজপথ দিয়া চলি যায়। হেনই সময়ে দেখি রাধিকার এক সখী শ্যামবর্ণ দেখিয়া সুধায়।। কোথায় তোমার বসতি হও তুমি কোন্‌ জাতি কিবা কাজে আইলে ই ধারে। তোমার এ রূপ দেখি জুড়াইল দুটি […] keyboard_arrow_right
  • বেশ পসারি সোঙরি ঘন হরি হরি
    বেশ পসারি সোঙরি ঘন হরি হরি ঘর সঞে ভেলি বহার। রসভরে দীগবিদিগ নাহি হেরই তাহে কি বিঘিনি বিচার।। দেখ সখি রাই চললি অতি রঙ্গে। মদন সুমোহন লোভন ছন্দন ঐছে সুরঙ্গিণি সঙ্গে।। কত অভিলাষে বিলাসক যোগহি বদনে নিরন্তর হাস। সাঁঝহি যৈছন বিধুবর উদয়তি কুমুদিনি হোত বিকাশ।। ঘন দল মাল বিশাল তমাল হেরি তরখি তরখি রহি যায়। […] keyboard_arrow_right
  • বেশ বনাই পহিরি পুন শাড়ি
    বেশ বনাই পহিরি পুন শাড়ি। যব পহু-আগে রহলি ধনি ঠাড়ি।। হেরইতে কানু সিনায়ল লোরে। মাতল রোই ধরল ধনি কোরে।। দারুণ দুরবিহি দুরযশ নেল। হিয় মাহা হানল গরলক শেল।। কোরহি বৈঠলি মুগধিনি রাই। বসনহি ঝাঁপি রোই শির নাই।। শির পর শির ধরি রোয়ই কান। কাঁপি সঘন পুন হরল গেয়ান।। মুরছি গোরি পড়লি খিতি মাহ। পুন করি […] keyboard_arrow_right
  • বেশ বনাই বদন পুন হেরই
    বেশ বনাই বদন পুন হেরই পদে পড়ু বারহি বার। ঢর ঢর লোর চরকি পড়ু লোচনে নিজ তনু নহে আপনার।। সুন্দরি কোরে আগোরল কান। দেহ বিদায় মন্দিরে হাম যাওব দিনকর করত পরাণ।।ধ্রু।। কানুক চীত থীর করি সুন্দরি কুঞ্জহি বাহির ভেল। বসনহিঁ ঝাঁপি অঙ্গ মণিমঞ্জির নিজ মন্দিরে চলি গেল।। রতন শেজ পর বৈঠলি রসবতি সখিগণ ফুকরই চাই। […] keyboard_arrow_right
  • বেশ বনাই বদন পুন হেরইতে
    বেশ বনাই বদন পুন হেরইতে পদতলে পড়ি বারে বার। ঢর ঢর লোর ঢরকি পড়ু লোচনে নিজ তনু নহে আপনার।। বিনোদিনী কোরে অগোরল কান দেহ বিদায় মন্দিরে হাম যাওব হিমকর করত পয়ান। কানুক চিত থীর করি সুন্দরি কুঞ্জসি গমন কএল। বসনহি ঝাঁপি অঙ্গ মণি-মঞ্জির নিজ-মন্দিরে চলি গেল।। রতন-শেজ পর বৈঠল রসবতি সখিগণ ঘন মুখ চাই। রজনি […] keyboard_arrow_right
  • বেশ বনাইছে মায়
    বেশ বনাইছে মায়। চাঁচর চিকুর বনাই সুন্দর চূড়াটি বাঁধিল তায়।। বেড়িয়া মালতী আনি জাতি যূথি কুন্দের কলিকা দিয়ে। তাহার উপরে মুকুতার মালা প্রবাল-মাঝারে দিয়ে।। সোনার দু থরি মালা দিয়া ফেরি মাণিক খোপনি সাজে। পরশ-পাথর গাঁথি থরে থর কি শোভা দেখ না মাঝে।। ময়ূর শিখণ্ড দিয়া তার পর বিনি বায়ে দেখ উড়ে। ফুলের সৌরভে অলিকুল যত […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ