বেশ ভূষণে সজ্জা করে পাড়ি দিতে যমুনারি পারবে না রে মনা বেপারি। সুরধুনী তটে যাইতে, গরল ছাইড়ে সরল হৈতে কাজ কিরে তোর একতার দু-তার, দস্তপান্না আর জটাধারী। কথায় কথায় শ্লোক বলে, রশি ফেলে লোকের গলে, ত্রিশ অক্ষরের মর্ম বলে, কাজ করিল দাগাদারী। উত্তর দিতে চাতুরালি, অন্তরে তার কেবল খালি, শরার হুকুম সকল ফেলি, দীর্ঘ কল্কি […]
keyboard_arrow_right