• বেশ বনাইছে মায়
    বেশ বনাইছে মায়। চাঁচর চিকুর বনাই সুন্দর চূড়াটি বাঁধিল তায়।। বেড়িয়া মালতী আনি জাতি যূথি কুন্দের কলিকা দিয়ে। তাহার উপরে মুকুতার মালা প্রবাল মাঝারে দিয়ে।। সোনার দু থরি মালা দিয়া ফেরি মানিক খোপনি সাজে। পরশ পাথর গাঁথি থরে থর কি শোভা দেখ না মাঝে।। ময়ূর-শিখণ্ড দিয়া তারপর বিনি বায়ে দেখ উড়ে। ফুলের সৌরভে অলিকুল যত […] keyboard_arrow_right
  • বেশ বনাইছে শ্যাম
    বেশ বনাইছে শ্যাম । রাই বামকরে দিয়াছে মুকুরে চূড়া বাঁধি অনুপাম।। মুকুতার মালে বেড়িয়া বসনে মাঝারে প্রবল পাঁতি। তাহার উপরে কুন্দের কলিকা কি তার দেখিলা ভাতি।। তার পরিমল পেয়ে অলিকূল ধাইয়া পড়িছে তায়। তাহার উপরে মাণিক গাঁথুনি দেখি মন মুরছায়।। নব নব নব বরিহ-শিখর দেওলি চূড়ার পরে। নয়ন অঞ্জন অতি সুশোভন আকর্ণ পূরিত ধরে।। সিথার […] keyboard_arrow_right
  • বেশ বনাওনি কেশের সাজনি
    বেশ বনাওনি কেশের সাজনি কেনা সে তিলক দিল। নয়ান কোণের বাণ বরিখণে অঙ্গ জর জর ভেল।। সই বড় বিনোদিয়া সে। অধরমিলনি মন্দ হাসিখানি মরমে লাগিয়াছে।। রসের ভরে অঙ্গ না ধরে চলিতে না চলে পা। শিরিষ কুসুম অধিক কোমল কানড় কুসুম গা। ও রূপ লাবণ্যে কে ধরু পরাণ ও না মনোহর ছান্দে। জ্ঞানদাস কহে বিনি পরিচয়ে […] keyboard_arrow_right
  • বেশ ভূষণে সজ্জা করে পাড়ি দিতে যমুনারি
    বেশ ভূষণে সজ্জা করে পাড়ি দিতে যমুনারি পারবে না রে মনা বেপারি। সুরধুনী তটে যাইতে, গরল ছাইড়ে সরল হৈতে কাজ কিরে তোর একতার দু-তার, দস্তপান্না আর জটাধারী। কথায় কথায় শ্লোক বলে, রশি ফেলে লোকের গলে, ত্রিশ অক্ষরের মর্ম বলে, কাজ করিল দাগাদারী। উত্তর দিতে চাতুরালি, অন্তরে তার কেবল খালি, শরার হুকুম সকল ফেলি, দীর্ঘ কল্‌কি […] keyboard_arrow_right
  • বেশ সে সুবেশ অতি মনোহর
    বেশ সে সুবেশ অতি মনোহর মোহিতে অবলাগণে । নানা আভরণ করিল শোভন জননী নাহিক জানে।। নিভৃতে উঠিয়া নাগর-শেখর তেজিয়া আনহি কাজ। চলিলা সত্বরে বাঁশী লয়া করে নানাবেশ-ফুল-সাজ।। চলিতে গমন মদমত্ত হাতী অঙ্কুশ নাহিক মানে। মদন-বেদন উপজে তখন আপন পর কি জানে।। মনসিজ-শরে বিন্ধিল ধানুকী আর কি চেতন রহে। নিবারণ নহে মরমবেদন মনহি মাঝারে রহে। বরজ […] keyboard_arrow_right
  • বেশ সে সুবেশ অতি মনোহর
    বেশ সে সুবেশ অতি মনোহর মোহিতে অবলাগণে। নানা আভরণ করল শোভন জননী নাহিক জানে।। নিভৃতে উঠিয়া নাগর শেখর ত্যজিয়া আনহি কাজ। চলিলা সত্বরে বাঁশী লয়ে করে নানা বেশ ফুলসাজ।। চলিতে গমন মদমত্ত হাতী অঙ্কুশ নাহিক মানে। মদন বেদন উপজে তখন আপন পর কি জানে।। মনসিজ শরে বিন্ধিল ধানুকী আর কি চেতন রহে। নিবারণ নহে মরম […] keyboard_arrow_right
  • বেশ-ভূষা করি বরজ-কিশোরী
    বেশ-ভূষা করি বরজ-কিশোরী ভেটিতে নাগর রাজ। সঙ্গে সখীগণ বেশ মনোরম সভার সমান সাজ।। চলে গজ-রাজ জিনি গমন মন্থর রূপ মনোহর চরণে নূপুর-ধ্বনি।।ধ্রু।। সুধাকর যেন ঘিরি তারা-গণ তেমন শোভিত রাই। গলে হেম-মালা দশ দিগ আলা নাগর নিকট যাই।। নিজ-অঙ্গ-ছবি শ্যামের অঙ্গেতে দেখিলা কিশোরী গোরী। নিমানন্দ বোলে হইল জঞ্জালে বসিলা বদন মোড়ি।। keyboard_arrow_right
  • বৈআরৈআ উঠেমনে ঐহি বিনোদিআ
    বৈআরৈআ উঠেমনে ঐহি বিনোদিআ। দেখিআছি অবধি রূপ না পাসরে হিআ।। ধু কদম্বেরতলে থাকি নিতি আঁখিঠারে। কুলের কামিনী দেখি রৈতেনারি ঘরে।। কিএ মোর হাসলাস গৃহবাস অকারণ। ঐরূপ কালারভাবে লাখিআছে মন।। সুন্দর সুন্দর কান্ত রসিআ নাগর। অবিলম্বে ভজধনি ভণে মনুঅর।। keyboard_arrow_right
  • বৈশাখে চম্পকলতা নৌতুন গামছা
    বৈশাখে চম্পকলতা নৌতুন গামছা। দিব্য ধৌত কৃষ্ণকেলি বসনের কোঁচা।। কুঙ্কুম চন্দন অঙ্গে সরু পৈতা কান্ধে। সে রূপ না দেখি মুঞি জীব কোন ছান্দে।। ও গৌরাঙ্গ প্রভু হে বিষম বৈশাখের রৌদ্র। তোমা না দেখিয়া মোর বিরহ সমুদ্র।। keyboard_arrow_right
  • বৈষ্ণব গোসাঞি বিনে আর কেহ নাই
    বৈষ্ণব গোসাঞি বিনে আর কেহু নাই। চৌদ্দ ভুবনের সার বৈষ্ণব গোঁসাঞি।। তাহা বিনে কে তরিবে এ পতিত জনে। পতিতেরে কর দয়া হইয়ে করুণে।। আমি তো পামর মতি অতি দুরাচার। মো অধমে দয়া যদি কর একবার।। তবে সে দেখিয়ে ভাল নহে প্রাণ গেল। হাহা প্রভু দয়া (ময়) কি গতি হইল।। কেনে মহাপ্রভু মোরে হৈল নৈরাশ। উচ্চস্বরে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ