• ব্রজের সে প্রেমের মর্ম সবায় কি জানে
    ব্রজের সে প্রেমের মর্ম সবায় কি জানে। শ্যাম অঙ্গ গৌরাঙ্গ হল যে প্রেম সাধনে।। সামান্য বিশ্বাস রতি মৃণাল চলে যুগল গতি। বিশ্বাস সাধিতে বাদী হয় গো সামান্যে ।। প্রেমময়ী কমলী রাই কমলাকান্তের কামরূপ সদায়। কামী প্রেমী সে দুজন হয় প্রণয় কেমনে ।। সহজে দেয় রাই রতিদান শ্যামরতির কৈ হয় সে প্রমাণ। লালন বলে, তার কি […] keyboard_arrow_right
  • ব্রজের সে ভাব সবায় কি জানে
    ব্রজের সে ভাব সবায় কি জানে। যে ভাবে শ্যাম বাঁধা আছে গোপীর সনে।। গোপী-অনুগত যারা, ব্রজের সে ভাব জানে তারা, নিহেতু ভাব অধর ধরা আছে যাহাদের সনে।। গোপী ভিন্ন জানে কে বা, শুদ্ধ রস অমৃত সেবা। পাপ-পুণ্যির জ্ঞান থাকে না কৃষ্ণ দরশনে।। টলে জীব অটলে ঈশ্বর নইলে কি হয় রসিক-শিখর। লালন বলে, রসিক বিভোর আছে […] keyboard_arrow_right
  • ব্রহ্ম আত্মা ভগবান যারে সর্ব্ব শাস্ত্রে গান
    ব্রহ্ম আত্মা ভগবান যারে সর্ব্ব শাস্ত্রে গান দেবা-দেবী বন্দিত চরণ। যোগী যতি সদা ধ্যায় তমু যারে নাহি পায় বন্দোঁ সেই শচীর নন্দন।। নিজ ভক্তি আস্বাদন সর্ব্ব ধর্ম্মসংস্থাপন সাধুত্রাণ পাষণ্ডদলন। ইত্যাদি কার্য্যের তরে শচীজগন্নাথ ঘরে নবদ্বীপে লভিলা জনম।। প্রতপ্ত নির্ম্মল স্বর্ণ- পুঞ্জ গঞ্জি গৌরবর্ণ গৌরাঙ্গ সুন্দর রূপধাম। জিনি রক্তপদ্মদল শ্রীপদযুগলতল দশাঙ্গুলি শোভে অনুপাম।। শারদশশীর ঘটা নিন্দি […] keyboard_arrow_right
  • ব্রহ্মকমণ্ডলু বাস সুবাসিনি
    ব্রহ্মকমণ্ডলু বাস সুবাসিনি সাগর নাগর গৃহবালে। পাতক মহিস বিদারন কারণ। ধৃত করবাল বীচি-মালে।। জয় গঙ্গে জয় গঙ্গে। সরনাগত ভয় ভঙ্গে।। সুরমুনিমনুজ রচিত পূজোচিত কুসুম বিচিত্রিত তীরে। ত্রিনয়ন মৌলি জটাচয় চুম্বিত ভূতি ভূসিত সিত নীরে।। হরিপদ কমল গলিত মধুসোদর পুন্য পুনিত সুর লোকে। প্রবিলসদমরপুরী-পদ-দান। বিধান বিনাসিত সোকে।। সহজদয়ালুতয়া পাতকি জন নরক বিনাসন নিপুনে। রুদ্রসিংঘ নরপতি বরদায়ক […] keyboard_arrow_right
  • ব্রহ্মা মহেশ্বর কহেন উত্তর
    ব্রহ্মা মহেশ্বর কহেন উত্তর– “শুনহ ধরণী, বোল। নারীরূপ ধরি জাহ জথা বলি ক্ষীরোদ-সায়র কোল।। জথা ভগবান্‌ অনন্ত-শয়ন সেখানে চলহ তুমি। তোমারো গোচরে সব বিবরণ কহিতে কহিব আমি।।” এ বোল শুনিতে বসুমতী চিতে আনন্দ হইলা বড়ি । দুইজন কাছে বিনতি করিঞা চরণ ধরিয়া পড়ি ।। দুই দেব যায় ক্ষীরোদের সায় জথাই ঈশ্বর আছে। হোথা দুইজনে বসুমতী […] keyboard_arrow_right
  • ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আছয়ে যে জন
    ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আছয়ে যে জন কেহ না দেখয়ে তারে। প্রেমের পীরিতি যে জন জানয়ে সেই সে পাইতে পারে।। পীরিতি পীরিতি তিনটি আখর জানিবে ভজন-সার। রাগ-মার্গে যেই ভজন করয়ে প্রাপ্তি হইবে তার।। মৃত্তিকার উপরে জলের বসতি তাহার উপরে ঢেউ। তাহার উপরে পীরিতি বসতি তাহা কি জানয়ে কেউ।। রসের পীরিতি রসিক জানয়ে রস উগারিল কে। সকল ত্যজিয়া […] keyboard_arrow_right
  • বৎস কোলে করি রাই রাধাকুণ্ডে যায়
    বৎস কোলে করি রাই রাধাকুণ্ডে যায়। শ্যামলী ধবলী বলি পাঁচনি ঘুরায়।। সুবলের বেশে শ্যাম চিনিতে নারিল। না আইল কিশোরী সুবল ফিরে আইল।। কহ রে কহ রে সুবল কহ সমাচার। কেনে কুণ্ডে না আইল কিশোরী আমার।। বৎস নামাইয়া রাই রাখে ভুমিতলে। মুখে ফিরাইয়া রহে কিছু নাহি বলে।। রাধিকার অঙ্গ গন্ধে বিকল হইয়া। ভূমিতলে পড়ে শ্যাম হা […] keyboard_arrow_right
  • 1
  • 57
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ