ব্রহ্মকমণ্ডলু বাস সুবাসিনি
সাগর নাগর গৃহবালে।
পাতক মহিস বিদারন কারণ।
ধৃত করবাল বীচি-মালে।।
জয় গঙ্গে জয় গঙ্গে।
সরনাগত ভয় ভঙ্গে।।
সুরমুনিমনুজ রচিত পূজোচিত
কুসুম বিচিত্রিত তীরে।
ত্রিনয়ন মৌলি জটাচয় চুম্বিত
ভূতি ভূসিত সিত নীরে।।
হরিপদ কমল গলিত মধুসোদর
পুন্য পুনিত সুর লোকে।
প্রবিলসদমরপুরী-পদ-দান।
বিধান বিনাসিত সোকে।।
সহজদয়ালুতয়া পাতকি জন
নরক বিনাসন নিপুনে।
রুদ্রসিংঘ নরপতি বরদায়ক
বিদ্যাপতি কবি ভনিত গুনে।।